ভালোবাসার মন্ত্র
আজ সূর্য না উঠলেও কোথাও অন্ধকার নে্ই
রবিকরে আলোকিতো আমার হৃদয়
প্রভাতের রাঙা করে রঙিন ভুবন
রবিকরে উজ্জ্বল বাংলা কবিতার অবয়ব
আজ পঁচিশে বৈশাখ
আজ উদিত সূর্যের নাম রবি
আজ ফোটা পুস্পের নাম রক্তকরবী
আজ ফোটা পূজার কুমারী পুষ্পার্ঘের নাম রবীন্দ্র সংগীত।
বুকের সমান মানুষের তৃষ্ণার্ত উদ্যানে
সবুজ বৃষ্টিপাতের নাম কবি
আরাধনার নাম গীতান্চ্জলি
রবিরাগে রঙিন দেশের নাম স্বাধীন সোনার বাংলা
স্বাধীন ভূ-খণ্ডের নাম বাংলাদেশ।
সোনার বাংলাকে ভালোবাসার মন্ত্র
স্বাধীন দেশের জাতীয় সংগীত