Sub Lead Newsঢাকাসারা বাংলা

`ভালো মানুষ পাওয়া না গেলে আইন করে লাভ হবেনা’

প্রতিনিধি, টাঙ্গাইল

ভালো মানুষ পাওয়া না গেলে ভালো আইন করে লাভ হবেনা। এসব কথা বলেন কৃষিমন্ত্রী ড. মো. আবদুর রাজ্জাক।  তিনি বলেন, আইন যিনি বাস্তবায়ন করবেন তার মেরুদণ্ড শক্ত থাকতে হয়। ব্যক্তিত্ব সম্পন্ন, দায়িত্বশীল নৈতিক শক্তির অধিকারী হতে হয়- এমন মানুষ প্রধানমন্ত্রী শেখ হাসিনা সাত সমুদ্র তের নদীর ওপার হাওয়াই দ্বীপ থেকে আনবেন না নিশ্চই।

নির্বাচন কমিশন নিয়ে শুক্রবার সন্ধ্যা ৭টার দিকে টাঙ্গাইলের ধনবাড়ী উপজেলা আওয়ামী লীগের আয়োজনে দলীয় কার্যালয়ে এক মতবিনিময় সভায় তিনি এসব বলেন।

মন্ত্রী বলেন, বাংলাদেশে গণতন্ত্র নাই, আইনের শাসন নাই, মানবাধিকার নাই’- এমন ভিত্তিহীন মিথ্যা তথ্য প্রতিষ্ঠা করে বাংলাদেশকে ব্যর্থ রাষ্ট্র বানাতে বিএনপি বিদেশে টাকা পাঠিয়েছে।

যুক্তরাষ্ট্র যে নিষেধাজ্ঞা দিয়েছে তা ভিত্তিহীন দাবি করে অবিলম্বে নিষেধাজ্ঞা প্রত্যাহার হবে বলে প্রত্যয় ব্যক্ত করেন তিনি।

এক মিলিয়নের উপরে রোহিঙ্গা শরণার্থীকে বাংলাদেশের মতো দেশে আশ্রয় দিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা মানবিক দৃষ্টান্ত স্থাপন করেছেন। তবে এটিকে বাস্তবে রূপ দিতে ভালো মানুষের প্রয়োজন।

সভায় সভাপতিত্ব করেন ধনবাড়ী উপজেলা আ.লীগের সহসভাপতি চেয়ারম্যান হারুনার রশীদ হীরা। বক্তৃতা করেন অধ্যাপক মীর ফারুক আহমাদ ফরিদ,  সাবেক মেয়র খন্দকার মঞ্জুরুল ইসলাম তপন, সাখাওয়াত হোসেন প্রমুখ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button