‘ভাষাসৈনিক মাহাবুব আহম্মেদ খান মুক্তমঞ্চ পুনরায় স্থাপন না হলে আন্দোলন চলবে’
ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি

ঈশ্বরদীতে ভাষাসৈনিক মাহাবুব আহম্মেদ খান স্মৃতি মঞ্চ পুনঃরায় স্থাপন করা না হলে আমাদের আন্দোলন চলবে বলে হুশিয়ারী দিয়েছেন পাবনা ৪ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা নূরুজ্জামান বিশ্বাস।
শুক্রবার বিকেল ৫ টায় ঈশ্বরদী বাজারস্থ রেলওয়ে বুকিং অফিস সংলগ্ন এবং উচ্ছেদ করা মুক্ত মঞ্চের পাদদেশে ঈশ্বরদী নাগরিক কমিটি আয়োজিত এ প্রতিবাদ সভায় তিনি এ কথা বলেন।
এমপি বলেন, ঈশ্বরদীতে ভাষাসৈনিক মাহাবুব আহম্মেদ খান স্মৃতি মঞ্চ হাজারো উতিহাসের একটি সৃস্মিস্তম্ভ ছিল । কিন্তু রেলের কতিপয় কর্মকর্তারা কোন প্রকার আগাম নোটিশ ছাড়া এই মঞ্চটি ভেঙ্গে দিয়ে ঈশ্বরদীর আপাপর মানুষের হৃদয়ে ক্ষত তৈরী করেছে। তাই যে কোন মূল্যে ঈশ্বরদী বাসী এই মুক্ত মঞ্চটি পুনরায় স্থাপনের দাবিতে এখানে বারবার সমবেত হচ্ছে। নূরুজ্জামান বিশ্বাস আরও বলেন, আমি এই প্রতিবাদি মানুষের সাথে একাত্বতা ঘোষনা করে সবার মাধ্যমে রেল কর্তৃপক্ষকে বলতে চাই আপনার
ঈশ্বরদীতে মাহবুব আহম্মেদ স্মৃতি মঞ্চ তৈরী না করা পর্যন্ত আমরা আমাদের এই আন্দেলন করেই যাব। আমাদের দাবি একটাই ভাষা সৈনিক মাহবুব আহম্মেদ খানের নামে মঞ্চ চাই। তবে মঞ্চ না দেয়া পর্যন্ত এই আন্দোলন চলবে বলেও তিনি রেলওয়েকে হুশিয়ারি প্রদান করেন।
ঈশ্বরদী প্রেসক্লাবের সভাপতি মোস্তাক আহম্মেদ কিরনের সঞ্চালনায় এ প্রতিবাদ সভার সভাপতিত্ব করেন ঈশ্বরদী সরকারী কলেজের অধ্যাপক স্যার উদয়নাথ লাহেড়ী।
এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, ঈশ্বরদী উপজেলা আওয়ামীলীগের যুগ্ন সাধারণ সম্পাদক মুরাদ আলী মালিথা, বীর মুক্তিযোদ্ধা আ ত ম শহীদুজ্জামান নাসিম, প্রেস ক্লাবের সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা মতিউর রহমান, বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা চান্না মন্ডল, রাজনৈতিক ব্যাক্তিত্ব জি এম খান, ঈশ্বরদী পৌরসভার প্যানেল মেয়র আবুল হাশেম, ঈশ্বরদী প্রেসক্লাবের সহ সভাপতি খন্দকার মাহবুবুল হক দুদু, সাধারন সম্পাদক আব্দুল বাতেন, প্রেসক্লাবের যুগ্ন সাধারণ সম্পাদক ও সাপ্তাহিক ঈশ্বরদীর সম্পাদক সেলিম সরদার, ঈশ্বরদী প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক আতাউর রহমান বাবলু, প্রেসক্লাবের সাবেক সভাপতি এস এম রাজা, ঈশ্বরদী সাহিত্য সংস্কৃতি পরিষদের মহিলা বিষয়ক সম্পাদিকা এবং উদীচির নেত্রী শাহিনা প্রমূখ।
এসময় প্রতিবাদ কারীরা গানে গানে তাদের প্রতিবাদ সভাকে আরো বেগবান করে ঈশ্বরদী বাসীর প্রাণের দাবিকে পূরণের জন্য সন্ধ্যায় চলমান আন্দোলনের সাময়িক স্থগিত করে দিনের আয়োজনের সমাপ্তি ঘোষণা করেন।