
ভুলে গেছি বাংলা, বাঙালির মান
মা মাটি মানুষ হৃদয়ের টান।
ভুলে গেছি নদী খাল ভাটিয়ালি গান
শস্য শ্যামল মাঠ; গোলা ভরা ধান।
ভুলে গেছি অমাবশ্যা; পূর্ণিমা রাত
বিপদে মাথায় রাখা বাবার সেই হাত।
ভুলে গেছি মিঠে রোদে শীতের পায়েশ
লোকজ যাত্রা মেলা সুখের আয়েশ।
ভুলে গেছি নজরুল রবীন্দ্র লালন
বাঙালি সংস্কৃতি আর করি না পালন।
ভুলে গেছি দাদীর হাতের দুধমাখা ভাত
দাদার মুখে গল্প শোনা মায়াবী সে রাত।
ভুলে গেছি দেশপ্রেম; দেশের মানুষ
টাকার পিছে ছুটছি সবাই হয়ে যে বেহুঁশ।