
নানা সমস্যার কারণে ভূমিতে থাকছে না পাওয়ার অব অ্যাটর্নি। একেবারেই বন্ধ করে দেওয়া হবে বলে জানিয়েছেন ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী।
তিনি বলেন, পাওয়ার অব অ্যাটর্নি দিয়ে অনেক সমস্যা হচ্ছে। এর অপব্যবহারের ফলে নানা সমস্যা তৈরি হচ্ছে। আমি বলে দিয়েছি, যারা প্রবাসে থাকেন, তারা দূতাবাসের মাধ্যমে পাওয়ার অব অ্যাটর্নি পাবেন। যারা দেশে ফিরে এসেছেন তাদের আর সুযোগ থাকবে না। বন্ধ করে দেবো।
বৃহস্পতিবার (২০ জানুয়ারি) রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে জেলা প্রশাসক সম্মেলনের সমাপনীর দিনের অধিবেশন শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।
তিনি বলেন, আমরা মাঠ পর্যায়ে ক্ষমতা কমানোর চিন্তা করছি। জবাবদিহিতার ক্ষেত্রে এখনও অনেকে স্বেচ্ছাচারিতা করে। তারা ইচ্ছা মতো অনেক হয়রানি করতে চায়। তাদের বিবেচনামূলক ক্ষমতা বিভিন্ন লেভেলে গিয়ে আমরা কমিয়ে ফেলব, যেন তারা জবাবদিহিতার ক্ষেত্রে কঠোর থাকে। নির্দিষ্ট সময়ের মধ্যে কাজ সমাপ্ত করতে পারে। না করতে পারলে তাকে জবাবদিহিতার আওতায় আনতে হবে।
ভূমিমন্ত্রী বলেন, বাংলাদেশ ডিজিটাল সার্ভে হবে বাংলাদেশের সর্বশেষ সার্ভে। বরগুনা, পটুয়াখালীতে যেহেতু এখনও হয়নি, আমরা সেখানে কাজ শুরু করব। এটা পাইলট হিসেবে করছি, এখানে ড্রোন এবং স্যাটেলাইটের মাধ্যমে ছবি নিয়ে সার্ভে করা হবে। এটাতে সাকসেস হলে সারা দেশের রেপ্লিকা করব। আমাদের ট্রায়াল-এররের মাধ্যমে সার্ভেটা করতে হচ্ছে। আমি এখনও বলছি, বাংলাদেশ ডিজিটাল সার্ভের পর আর কোনো সার্ভের প্রয়োজন হবে না।আমরা এখানে শতভাগ অ্যাকুরেসি মেন্টেন করব। এতে করে কোনো জটিলতা থাকবে না, মানুষ খুব ইজিলি ব্যবহার করতে পারবে।