
নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনকে ঘিরে কালো টাকার ছড়াছড়ি হচ্ছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী ডা. সেলিনা হায়াৎ আইভী।
তিনি বলেছেন,‘নির্বাচনের সুষ্ঠু পরিবেশ নষ্ট করতেও ভোটাদের প্রভাবিত করতে কালো টাকার ব্যবহার করা হচ্ছে। সারা বাংলাদেশ জানে আমি গরিব মানুষ। অর্থনৈতিকভাবে আমি সাধারণ জীবনযাপন করি। এটা আমার শত্রুরাও জানে।
আমার প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী তৈমুর কাকাও জানেন। সুতরাং কোথায় কে টাকা ছড়াচ্ছে এটাও প্রশাসনের কাছে আমার জিজ্ঞাসা। প্রশাসনেকে এই কালো টাকার ছড়াছড়ি বন্ধ করতে হবে।
বুধবার কাল ১০টা থেকে সিটি করপোরেশনের ১৫ নম্বর ওয়ার্ডের নিতাইগঞ্জ, ডাল পট্রি, খোয়ারপট্রি, কেরোসিনঘাট, টানবাজারসহ বিভিন্ন এলাকায় গণসংযোগের সময় তিনি সাংবাদিকদের এ কথা বলেন।
আইভী বলেন, আমি জনগণের কাছে যাচ্ছি, ভোট চাচ্ছি। সাধারণ মানুষের কাছে গিয়ে কথা বলা, মন জয় করা, তাদের কাছ থেকে ভোট আনা খুবই চ্যালেঞ্জিং একটি বিষয়। আমি মনে করি, নির্বাচনি পরিবেশ এখনও অনেক ভালো আছে। আগামী ১৬ জানুয়ারি পর্যন্ত এ রকম পরিবেশ থাকুক আমি তা-ই চাই।
সাংবাদিকদের প্রশ্নের জবাবে নৌকার এ প্রার্থী বলেন, শহরের পরিবেশ ঠিক রাখার জন্য যদি কোনও মাদক বিক্রেতা, সন্ত্রাসী ও কিশোর গ্যাংয়ের সদস্যদের গ্রেফতার করে তবে সেটি সঠিক কাজ করেছে আইশৃঙ্খলা বাহিনী।
তিনি আরও বলেন, ২০১১ সালে নারায়ণগঞ্জে খুব সুন্দর নির্বাচন হয়েছিল। সরকার খুবই সুন্দর নির্বাচন করেছে। আশা করি, ১৬ জানুয়ারিতে উৎসবমুখর পরিবেশে মানুষ ভোট দেবে। প্রশাসনের কাছে একটাই দাবি, মানুষ যেন ভয়ভীতির ঊর্ধ্বে গিয়ে সুন্দরভাবে ভোট দিতে পারে। কালো টাকার কাছে বিক্রি না হয়।