ভয় না পেয়ে সকলে টিকা নিন: প্রধানমন্ত্রী

করোনা ভাইরাস প্রতিরোধে ভয় না পেয়ে সকলে টিকা নিন। বললেন প্রধানমন্ত্রী।
রোববার দেশের আটটি বিভাগীয় শহরে ১০০ শয্যাবিশিষ্ট ক্যান্সারের পূর্ণাঙ্গ চিকিৎসাকেন্দ্র স্থাপন প্রকল্পের ভার্চুয়ালি ভিত্তিপ্রস্তর স্থাপন করেন প্রধানমন্ত্রী । এ সময় এই অনুষ্ঠানে বক্তব্য দেওয়ার সময় তিনি এসব কথা বলেন।
তিনি আরো বলেন, দেশের একজন মানুষও যেন টিকাপাওয়া থেকে বঞ্চিত না হয় সেই ব্যবস্থাই করা হচ্ছে। ৩১ কোটি ডোজ টিকার ব্যবস্থা করে রাখা হয়েছে। এরই মধ্যে রাজধানীসহ সারাদেশে ১৩ কোটিরও বেশি টিকা দেওয়া হয়েছে। প্রথম ও দ্বিতীয় ডোজ ছাড়াও বুস্টার ডোজ দেওয়া শুরু হয়েছে।
প্রধানমন্ত্রী বলেন,সারা বিশ্বের মতো দেশে করোনা সংক্রমণ বাড়ছে। সংক্রমণ রোধে নিয়মিত টিকাদানের পাশাপাশি বর্তমানে বুস্টার ডোজ দেওয়া শুরু হয়েছে। করোনা সংক্রমণ থেকে মুক্ত থাকতে মাস্ক পরিধানসহ স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। জনসমাগম এড়িয়ে বলার ব্যাপারে বিশেষজ্ঞদের পরামর্শ মেনে চলতে হবে।
হাসিনা বলেন, করোনার নতুন ধরন ওমিক্রনে শিশুদের ঝুঁকি বেশি। তাই ১২ বছর বয়সী শিশুদের টিকা দেওয়া হচ্ছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার অনুমোদন সাপেক্ষে আরও কম বয়সী শিশুদের টিকা দেওয়া হবে। ভয় না পেয়ে সকলে টিকা নিন বলেনতিনি। তিনি আরো বলেন, দেশে কেন এত ক্যান্সাররোগি বাড়ছে জন্য চিকিৎসার পাশাপাশি গবেষণাও করতে হবে।