সাহিত্য

মন খারাপের বারান্দা

আশরাফুল ইসলাম

ইদানিং কারণে অকারণে
কেবলই খুলে যায় আমার মন খারাপের বারান্দা
তখনই নীরব রক্তক্ষরণ শুধু শুধুই কষ্ট বড়ায়।

যতই খুলে বসে থাকি হৃদয়ের বন্ধ দুয়ার
আশা নিয়ে মনে অলিন্দে অলিন্দে উঠবে ভরে বসন্ত বাতাস
জানিনা কোন অসতর্কতা আর এ কিসের পুর্বাভাস।

আমার শূণ্য ঘর কেবলই ভরে ওঠে সাহারার লু হাওয়ায়
আমি ক্ষুদ্র অনুজীব এক; পৃথিবীর এই বিশালতায়
তবুও বিপ্লবী স্বপ্ন বুনি সভ্য সমাজ গড়ার।

জানি ক্ষুদ্র অতি ক্ষুদ্র আমার এ প্রয়াস
অ্যান্টার্টিকায় জমানো একবিন্দু বরফ
গলানোরও উষ্ণতা নেই আমার।

তবুও মানুষের স্বপ্ন আর বিশ্বাস অনুপ্রেরণা বাঁচার
প্রতিদিন বারান্দায় গিয়ে যতই দেখি দূরের আকাশ
পাখি ডাকা ভোর , রাতের নীলিমা আর নতুন সুর্যোদয়।

তবুও চারপাশে কেবলই ভিড় করে নিচুতা স্বার্থপরতা ভয়
আর আমি কেবলই ভূগি চরম বিষন্নতায়
হয়তবা এ থেকে মুক্তিও নেই আমার।।।

আনন্দনগর,বাড্ডাঃ ২৯ ডিসেম্বর-২০ইং

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button