
মধ্যযুগের গোড়ার দিকে চারজন যাজককে পশ্চিমা চার্চের ‘ডাক্তার’ হিসেবে আখ্যায়িত করা হয়| এই চারজন হলেও: সেন্ট এমব্রোস, সেন্ট জেরোম, সেন্ট অগাস্টিন এবং পোপ গ্রেগরী দি গ্রেট|
এমব্রোস, জেরোম ও অগাস্টিনের আবির্ভাব রোমীয় সাম্রাজ্যে ক্যাথলিক চার্চের বিজয় ও বর্বর আগ্রাসনের মধ্যকার সময়কালে|
সেন্ট এমব্রোস (৩৪০-৩৯৭ খৃ.) ছিলেন মিলানের বিশপ| মিলান চতুর্থ শতকের শেষার্ধে পশ্চিম সাম্রাজ্যের রাজধানী ছিল| সেন্ট এমব্রোসই প্রথম যিনি গীর্জার স্বায়ত্ত্বশাসনের দাবীতে সোচ্চার হয়ে ওঠেন| তিনি গীর্জাকে রাষ্ট্রের নিয়ন্ত্রণাধীনে আনার বিরোধিতা করেন; প্রকারান্তরে ঘোষণা করেন যে গীর্জা ও রাষ্ট্র উভয়ের স্বাতন্ত্র রয়েছে| বিশেষ করে কোন বিশপ যেন সম্রাটের নিয়ন্ত্রণাধীন থাকতে পারেন না কিংবা তাঁর খামখেয়ালির শিকার হতে পারেন না| ধর্মের ক্ষেত্রে তিনি বিশপদের প্রাধান্য দাবী করে বলেন: “ধর্মের ব্যাপারে বিশপরাই সম্রাটদের বিচার করবেন, সম্রাটরা বিশপদের নয়|”
তিনি আরো বলেন: “সম্রাট কর আদায় করতে পারেন, তিনি গীর্জার ভূসম্পত্তি অধিগ্রহণ করতে পারেন, কিন্তু ঈশ্বরের গৃহগ তিনি গ্রহণ করতে পারেন না|”
“যা কিছু ঐশ্বরিক তা রাজক্ষমতার অধীন হতে পারে না|”
“রাজপ্রাসাদের মালিক সম্রাট, গীর্জার মালিক প়ুৃরোহিত| ”
সামনে জেরোম (৩৪৫-৪২৫ খৃ.) মূলতঃ অনুবাদক হিসেবে প্রসিদ্ধি লাভ করেছেন| তাঁর উপস্থাপিত ভালগেট (Valgate) আজ পর্যন্ত বাইবেলের ক্যাথলিক সংস্করণ হিসেবে অবস্থান করছে| সেন্ট জেরোমকে ‘ঝগড়াটে ব্যক্তি’ হিসেবে উল্লেখ করা হয়| বিভিন্ন যাজকের সাথে কোন কোন বিষয়ে মতদ্বৈধতা ও বিতর্ক থেকেই তাঁর এমন খেতাব জুটেছে|
নিম্ন-উদ্ধৃত সেন্ট জেরোমএর ব্যস্ত থেকে তাঁর চিন্তাধারার পরিচয় পাওয়া ষায়:
“The world sinks into ruin: yes! but shameful to say our sins still live and flourish. The renowned city, the capital of the Roman Empire, is swallowed up in one tremendous fire; and there is no part of the earth where Romans are not exile. Churches once held sacred are now heaps of dust and ashes; and yet we have our minds set on the desire of gain. We live as though we were going to die to-morrow; yet we build as though we were going to live always in this world. Our walls shine with gold, our ceilings also and the capitals of our pillars; yet Christ dies before our doors naked and hungry in the person of His poor.”
মব্রোস|| জেরোম|| অগাস্টিন|| গ্রেগরী দি গ্রেট|| চলমান…..