
বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তি ও ভোজ্যতেলসহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদে রাজধানীতে মশাল মিছিল করে ছাত্রদল নেতাকর্মীরা।
শুক্রবার (১১ ফেব্রুয়ারি) সন্ধ্যায় রাজধানীর মগবাজারে হাতিরঝিল থানা এবং রামপুরা থানা ছাত্রদল যৌথভাবে এ মশাল মিছিলের আয়োজন করে।
ঢাকা উত্তর ছাত্রদলের আহ্বায়ক জসিম সিকদার রানা, যুগ্ম আহ্বায়ক বাছিরুল ইসলাম খান রানা, সাজেদ হাসান জাহিদ হাসান রাসেলসহ ঢাকা মহানগর উত্তর ছাত্রদলের অনেক নেতা কর্মি উপস্থিত ছিলেন।