Sub Lead Newsচট্টগ্রামসারা বাংলা

মাকে পিটিয়ে হত্যা করে ছেলে

প্রতিনিধি, খাগড়াছড়ি

খাগড়াছড়ির রামগড়ে মাকে পিটিয়ে হত্যা করে তার ছেলে। এ ঘটনায় ছেলে মো. ইব্রাহিমকে আটক করেছে পুলিশ। গতকাল শনিবার রাত সাড়ে ১০টার দিকে রামগড়ের চৌধুরীপাড়ায় এ ঘটনা ঘটে।

নিহত মা রুমা বেগম (৬০) রামগড় উপজেলা সদরের চৌধুরীপাড়া এলাকার বাসিন্দা আব্দুল জলিলের স্ত্রী। বিষয়টি নিশ্চিত করেছেন রামগড় থানা ওসি মোহাম্মদ শামসুজ্জামান।

স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার বকাঝকা করে ছেলে মো. ইব্রাহিককে ঘর থেকে বের করে দেন মা রুমা বেগম। ঘটনার দিন শনিবার রাত সাড়ে ৯টার দিকে তিনি বাড়িতে এসে মায়ের সঙ্গে ঝগড়ায় লিপ্ত হন। এক পর্যায়ে মা রুমা বেগমকে ধাক্কা দিয়ে মাটিতে ফেলে এলোপাতাড়ি মারতে থাকেন। এতে রুমা বেগমের নাক, মুখ ও মাথা থেতলে যায়। অধিক রক্তক্ষরণে তিনি ঘটনাস্থলেই মারা যান।

ওসি মোহাম্মদ শামসুজ্জামান জানান, মাকে পিটিয়ে হত্যা ঘটনায় ছেলে মো. ইব্রাহিমকে আটক করা হয়েছে। তার গায়ে থাকা গেঞ্জিতে রক্ত মাখা ছিল। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে হত্যার কথা স্বীকার করেছে। ময়নাতদন্তের জন্য মরদেহ খাগড়াছড়ি জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button