মাদক মামলায় ঢাকাই চলচ্চিত্রের আলোচিত নায়িকা পরীমনির বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানির জন্য রোববার (২ জানুয়ারি) দিন ধার্য করেছে আদালত। এই মামলায় তার সাথে রয়েছে আরো দুই জন। তারা আজ আদালতে হাজিরা দিলেন ।
ঢাকার ১০নং বিশেষ জজ আদালতের বিচারক নজরুল ইসলামের আদালতে এ অভিযোগ গঠন শুনানি অনুষ্ঠিত হয়। মামলার অন্য দুই আসামি হলেন আশরাফুল ইসলাম দিপু ও কবির হোসেন।
এদিন অভিযোগ গঠন শুনানিতে হাজিরা দিতে সকাল সাড়ে ৯টার দিকে পরীমনি আদালতে উপস্থিত হন। এ তথ্য জানিয়েছেন তার আইনজীবী নীলাঞ্জনা রিফাত সুরভী। তিনি সাংবাদিকদের বলেন, পরীমনির মামলায় রোববার অভিযোগ গঠন শুনানির জন্য দিন ধার্য রয়েছে। মাদক মামলায় এদিন পরীমনি আদালতে হাজিরা দিতে সকাল সাড়ে ৯টার দিকে উপস্থিত হন।
এদিকে ঢালিউডে আলোচিত সমালোচিত চিত্রনায়িকা পরীমনি। প্রায় ৩০টির মতো সিনেমায় অভিনয় করেছেন। গত ৪ আগস্ট ‘সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে’ অভিযান চালিয়ে পরীমনিকে তার বনানীর বাসা থেকে আটক করে র্যাডিড অ্যাকশন ব্যাটালিয়ন । এরপর মামলা-রিামান্ড পেরিয়ে গত ৩১ আগস্ট ঢাকা মহানগর দায়রা জজ কে এম ইমরুল কায়েশ পরীমনির জামিন মঞ্জুর করেন। মাদক মামলায় গ্রেফতার হওয়ার প্রায় এক মাস পর গত ১ সেপ্টেম্বর গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় মহিলা কারাগার থেকে মুক্তি পান চিত্রনায়িকা পরীমনি।
গত ৪ অক্টোবর মামলার তদন্ত কর্মকর্তা সিআইডির পরিদর্শক কাজী মোস্তফা কামাল আদালতে পরীমনিসহ তিনজনের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করেন। মামলার অপর দুই আসামি হলেন- আশরাফুল ইসলাম দিপু ও কবির হোসেন। ২ জানুয়ারি আলোচিত এ মামলার অভিযোগ গঠন শুনানির দিন ধার্য রয়েছে।
গোয়েন্দা পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (এডিসি) গোলাম সাকলায়েনের সঙ্গে প্রেমে জড়িয়েও
বিতর্কের জন্ম দেন পরীমনি।
এ বছরে তার ‘স্ফুলিঙ্গ’ সিনেমা মুক্তি পেলেও সেটি দর্শক টানতে পারেনি। তবে ‘প্রীতিলতা’, ‘কাগজের বউ’ সিনেমাগুলোতে চুক্তিবদ্ধ হয়েছেন তিনি। মুক্তির মিছিলে আছে তার ‘অ্যাডভেঞ্চার অব সুন্দরবন’, ‘মুখোশ’ সিনেমাগুলো।