
সেনাবাহিনী প্রধান জেনারেল এসএম শফিউদ্দিন আহমেদ বলেছেন, চরম পরিস্থিতিতেও বাংলাদেশের সামরিক বাহিনীর সদস্যরা মানবাধিকার লঙ্ঘন করেন না। অতীতের রেকর্ড পর্যালোচনা করলে একটি ঘটনাও পাওয়া যাবে না মানবাধিকার লঙ্ঘনের ।
রাজধানীর সোনারগাঁও হোটেলে এক অনুষ্ঠানে তিনি শনিবার একথা বলেন।
সেনাপ্রধান বলেন, বিশ্বের অনেক দেশের সৈন্যরা হামলার শিকার হলে অনেক ক্ষেত্রেই তারা নির্মম আচরণ করেন। ব্যক্তিগত অভিজ্ঞতায় দেখেছি, কিছু কিছু দেশে নৃশংসভাবে গুলি চালানো হয়। তাতে অনেক বেসামরিক মানুষ মারা যায়। তারা মানবাধিকারকে তোয়াক্কা করেন না। বাংলাদেশের সামরিক বাহিনীর সদস্যরা এ ক্ষেত্রে সম্পূর্ণ ব্যতিক্রম। তারা মানবাধিকার লঙ্ঘন করে না । দেশ-বিদেশে যেখানে তার তারা দায়িত্ব পালন করেছেন, সুনাম কুড়িয়েছে। এভাবেই আমরা বাংলাদেশের ব্র্যান্ডিং করেছি।
তিনি আরো বলেন, বর্তমানে জাতিসংঘের শান্তিরক্ষা মিশনে অংশগ্রহণকারী দেশ হিসাবে বাংলাদেশ শীর্ষে অবস্থান করছে। এখন সাড়ে ৬ হাজারের বেশি বাংলাদেশি এ কার্যক্রমে রয়েছেন। বিপুল আত্মত্যাগের বিনিময়ে বাংলাদেশ তা অর্জন করেছে। নানা ক্ষেত্রে অবদানের জন্য বিশ্বের কাছে বাংলাদেশের একটি ইতিবাচক ভাবমূর্তি রয়েছে।