
পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদ মানিকছড়ি ও লক্ষীছড়ি উপজেলার নবনির্বাচিত কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার বিকাল ৩টায় উপজেলার টাউন হলরুমে পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদ মানিকছড়ি ও লক্ষীছড়ি উপজেলা শাখার সভাপতি সাহাব উদ্দিন সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন, পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদের কেন্দ্রীয় কমিটির চেয়ারম্যান কাজী মজিবর রহমান। অন্যান্যের মধ্যে সংগঠনের কেন্দ্রীয় কমিটির মহাসচিব মোহাম্মদ আলমগীর কবির,কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক আনিসুজ্জামান ডালিম, কেন্দ্রীয় কমিটির আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট আলম খান, খাগড়াছড়ি জেলা কমিটির আহবায়ক অধ্যক্ষ আবু তাহের, যুগ্ম আহ্বায়ক মোঃ নিজাম উদ্দিন বক্তব্য রাখেন।
বক্তারা অধিকার আদায়ে সকলকে পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদের ছায়াতলে আসার আহ্বান জানান। তারা বলেন, পাহাড়ের বাঙ্গালীরা আজ সর্বক্ষেত্রে বৈষম্যের শিকার হচ্ছে।এ থেকে মুক্তি পেতে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে সকল ষড়যন্ত্র প্রতিহত করতে হবে।