Sub Lead Newsবিনোদন

মালালা স্বামীর হাত ধরে নজরকাড়া পোশাকে অস্কারের মঞ্চে

বিনোদন ডেস্ক

মালালা স্বামীর হাত ধরে নজরকাড়া পোশাকে অস্কারের মঞ্চে যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলসে সোমবার অনুষ্ঠিত হয়েছিল ৯৫তম অস্কার অনুষ্ঠান। জমকালো অনুষ্ঠানের মাধ্যমে বিনোদন জগতের অভিনেতা-অভিনেত্রী থেকে প্রযোজক-পরিচালকসহ সংশ্লিষ্ট সবাই উপস্থিত ছিলেন।

কে কোন আউটফিটে ধরা দিলেন, তা নিয়েই চলছে জোর চর্চা। এবার সেই তালিকায় নতুন সংযোজন পাকিস্তানের নোবেল জয়ী মালালা ইউসুফজাই। একাডেমি অ্যাওয়ার্ডসের মঞ্চে নজর কাড়ল তার পোশাক।

এদিন প্রথমবার অস্কারের মঞ্চে সঙ্গী হলেন তার স্বামী আসের মালিক। রুপালি গ্রিটারিং হুডেড গাউনে আলাদা করে নজর কেড়েছেন তিনি। ফুল স্লিভ লং ড্রেসটি আকর্ষণীয় হয়ে উঠেছে মালালার সাজে। প্ল্যাটিনামের কানের দুল, রুপা ও হীরের কাজের এবং সোনার দুইটি আংটি পরেছিলেন মালালা। খুব একটা চড়া মেকআপ না করে লাল রংয়ের লিপস্টিকে হাজির হয়েছিলেন এ নোবেল জয়ী।

মার্কিন ফ্যাশন ডিজাইনার লরেনই এ রাল্ফ লরেন গাউনটি ডিজাইন করেছেন। অস্কার মঞ্চে এ পোশাককেই বেছে নেওয়া প্রসঙ্গেমালালা ইনস্টাগ্রামের অ্যাকাউন্টে তিনি জানান, এমন একটি পোশাকে তিনি অস্কারের রেড কার্পেটে আসতে চেয়েছিলেন, যা গোটা বিশ্বকে শান্তির বার্তা দেয়।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button