
আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় বলা লাসিথ মালিঙ্গা আবার শ্রীলঙ্কা জাতীয় দলে ফিরতে পারেন। বোলিং কোচ হিসেবে তার নাম সুপারিশ করেছেন শ্রীলঙ্কা ক্রিকেট দলের পরামর্শক মাহেলা জয়াবর্ধনে।
ফেব্রুয়ারিতে অস্ট্রেলিয়া সফর করবে শ্রীলঙ্কা। সেখানে ৫টি টি-টোয়েন্টি খেলবে লঙ্কানরা। সিরিজের প্রথম ম্যাচটি মাঠে গড়াবে ১১ ফেব্রুয়ারি। এই সফরে মালিঙ্গা দলটির বোলিং কোচ হিসেবে দেখা যেতে পারে। তবে মালিঙ্গার ‘প্রভাবকরণ চরিত্র’ নিয়ে উদ্বিগ্ন এসএলসি। শ্রীলঙ্কার প্রায় সব অধিনায়কই তার ব্যবহার নিয়ে আপত্তি তুলেছিল।
আসন্ন টি-টোয়েন্টি সিরিজের দাসুন শানাকাকে অধিনায়ক করে ২০ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে এসএলসি। নিষেধাজ্ঞা কাটিয়ে দলে লঙ্কান দলে ফিরলেন মেন্ডিস ও গুনাথিলাকা।
অস্ট্রেলিয়া ২০ সদস্যের শ্রীলঙ্কা দলে রয়েছেন-
দাসুন শানাকা, চারিথ আসালাঙ্কা, আভিশকা ফার্নান্দো, পাথুম নিশানকা, দানুশকা গুনাথিলাকা, কুশাল মেন্ডিস, দিনেশ চান্দিমাল, চামিকা করুণারত্নে, মাহেশ থিকসেনা, দুশমন্ত চামেরা, কামিল মিশ্র, প্রবীন জয়াবিক্রমা, রামেশ মেন্ডিস, উইনিন্দু হাসারাঙ্গা, লাহিরু কুমারা, নুয়ান থুসারা, জানিথ লিয়ানঙ্গে, বিনুরা ফার্নান্দো, জেফরি ভান্ডারসে ও শিরান ফার্নান্দো।