সারা বাংলা

মাহবুব আহম্মেদ খান স্মৃতি মঞ্চ গুড়িয়ে দিয়েছে রেলওয়ে

ঈশ্বরদী প্রতিনিধি

ঈশ্বরদী রেলওয়ে বুকিং অফিস লংলগ্নে থাকা দোকান পাটসহ আশির দশকে নির্মিত ঈশ্বরদীর একমাত্র মুক্ত মঞ্চ ( মাহবুব আহম্মেদ খান স্মৃতি মঞ্চ) গুড়িয়ে দিয়েছে রেলওয়ে কর্তৃপক্ষ।

বুধবার দুপুরে বাংলাদেশ রেলওয়ে পশ্চিমাঞ্চল এবং বিভাগীয় ভূ-সম্পত্তি কর্মকর্তা মো. নূরুজ্জামান এর নেতৃত্বে এ উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়। এ সময় মোট চারটি দোকান এবং একটি মঞ্চ ভেঙ্গে ফেলা হয়েছে।

সম্পূর্ণ বিনা নোটিশে এই উচ্ছেদ অভিযান করে আমাদের পথে বসানোর পায়তারা করছে রেলের কর্মকর্তাগণ। ক্ষতি গ্রস্থ দোকান মালিকগনের এমন অভিযোগের ভিত্তিতে জানতে অভিযানে দায়িত্বরত নির্বাহী ম্যাজিষ্ট্রেট মো. নূরুজ্জামানের মুঠোফেনে যোগাযোগের চেষ্টা করা হলে ফোনটি বন্ধ থাকায় যোগাযোগ সম্ভব হয়নি।

এ সময় রেলওয়ে ডিআরএম শাহসূফী নূরমোহাম্মদ, ঈশ্বরদী থানা পুলিশ, আরএনবি সদস্যরাও উপস্থিত ছিলেন।
.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button