Sub Lead Newsবিনোদন

মাহি ও তার স্বামীর বিরুদ্ধে মামলা

বিনোদন প্রতিবেদক

চিত্রনায়িকা মাহিয়া মাহি ও তার স্বামীর বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করেছে গাজীপুর মেট্রোপলিটন পুলিশ। মামলায় ফেসবুক লাইভে মানহানিকর তথ্য প্রচার করে আইনশৃঙ্খলার অবনতি ঘটানোর অভিযোগ আনা হয়েছে তাদের বিরুদ্ধে।

শুক্রবার এসআই মোহাম্মদ রোকন মিয়া বাদী হয়ে এ মামলা করেন। বিষয়টি জানান গাজীপুর মহানগর পুলিশ কমিশনার মোল্যা নজরুল ইসলাম।

মোল্যা নজরুল বলেন, যে কোনো তারাগ্রেফতার হতে পারেন। ভাবমূর্তি ক্ষুণ্ন করার অভিযোগে ডিজিটাল নিরাপত্তা আইনে পুলিশ তাদের বিরুদ্ধে মামলা করেছে।

ভূমি দখলের অভিযোগে মাহি ও তার স্বামীকে হুকুমের আসামি করে আরও একটি মামলা করেছেন স্থানীয় বাসিন্দা ইসমাইল হোসেন।
গতকাল চান্দনা চৌরাস্তা এলাকার নিজস্ব অফিসে সংবাদ সম্মেলন করেছেন তিনি।

মামলায় মাহিয়া মাহির স্বামী রকিব সরকারের বিরুদ্ধে কয়েক কোটি টাকা মূল্যের জমি দখলের অভিযোগ উঠেছে। তার বিরুদ্ধে মাদক ব্যবসা, চাঁদাবাজিসহ বিভিন্ন অপকর্মে জড়িত থাকা এবং খুন, অস্ত্র ও নারী নির্যাতনের মামলা রয়েছে বলেও অভিযোগ আনা হয়েছে।

মাহিয়া মাহি ও রকিব সরকার ওমরা হজ পালনের জন্য বর্তমানে সৌদি আরব অবস্থান করছেন।

হামলার ঘটনার পরপরই সকাল ৮টায় সামাজিক ফেসবুক পোস্টে মাহি জানান, শনিবার বিকেল ৫টায় হামলার বিষয়ে সংবাদ সম্মেলন করবেন তারা।

 

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button