
মা-বাবার কবরের পাশে শায়িত হলেন খ্যাতিমান কলামিস্ট ও বাংলাদেশ প্রতিদিনের নির্বাহী সম্পাদক পীর হাবিবুর রহমান।
সোমবার (৭ ফেব্রুয়ারি) বাদ আসর সুনামগঞ্জ সদর উপজেলায় কুরবাননগর ইউনিয়নের মাইজবাড়ি গ্রামে পারিবারিক কবরস্থানে তার মরদেহ দাফন করা হয়। এ খবর সাংবাদিকদের জানান পীর হাবিবের বড় ভাই অ্যাডভোকেট পীর মতিউর রহমান।
মতিউর রহমান বলেন, বেলা সাড়ে ১১টায় সুনামগঞ্জ পৌর চত্বরে সর্বস্তরের মানুষ শ্রদ্ধা নিবেদন করে। পরে সুনামগঞ্জ কেন্দ্রীয় ঈদগাহ মাঠে আমার ছোট ভাই পীর হাবিবের জানাজা অনুষ্ঠিত হয়। সেখান থেকে মরদেহ নিয়ে যাওয়া হয় গ্রামের বাড়িতে। সেখানে বাদ আসর আরেক দফা জানাজা হয়। অবশেষে পারিবারিক কবরস্থানে মা-বাবার কবরের পাশে তাকে শায়িত করা করা হয়।
গতকাল পীর হাবিবুর রহমানের লাশ কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন করেন সর্বস্তরের মানুষ। পরে নেওয়া হয় তার প্রিয় স্থান প্রেসক্লাবে। সেখানে শ্রদ্ধা নিবেদন শেষে ঢাকার উত্তরা ৪নং সেক্টরের পার্ক জামে মসজিদে আরেকবার জানাজা অনুষ্ঠিত হয়।
উল্লেখ্য, শনিবার বিকেলে রাজধানীর ল্যাবএইড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান পীর হাবিবুর রহমান।