
মিশা-জায়েদ প্যানেলে নির্বাচন করছেন মৌসুমী। সোনার চর সিনেমায় একসঙ্গে কাজ করছেন নায়িকা মৌসুমী ও নায়ক জায়েদ খান। সেই ছবির শুটিংয়ে গিয়ে জায়েদ খানকে মিষ্টি খাইয়েছিলেন বোনের চরিত্রে অভিনয় করা মৌসুমী।
সে ছবি ভাইরাল হয়েছিল সোশ্যাল মিডিয়ায় ৷ গত দুইবারের শিল্পী সমিতির নির্বাচনে বিপক্ষ শিবিরের দুই প্রার্থীর এক হওয়ার বিষয়টিও আলোচনা আসে তখন। শোনা যাচ্ছিলো, জায়েদ খানের প্যানেলে সভাপতি পদে লড়বেন এ নন্দিতা নায়িকা।
২৮ জানুয়ারি বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির ১৭তম নির্বাচন। এবারের নির্বাচনে জায়েদ খানের প্যানেল থেকে অংশ নিতে চলেছেন জনপ্রিয় চিত্রনায়িকা মৌসুমী। গত বারের নির্বাচনে দুজনের সম্পর্ক ছিল সাপে-নেউলে। ঠিক দুই বছরের পরের চিত্র একেবারে ভিন্ন। দ্বন্দ্ব ভুলে এক প্যানেল থেকেই নির্বাচন করছেন তারা। মৌসুমী সেখানে কার্যনির্বাহী পদে লড়বেন।
নাম প্রকাশ না করার শর্তে গণমাধ্যমকে এই তথ্য নিশ্চিত করেছেন প্যানেলটির দায়িত্বশীল একটি সূত্র। চলচ্চিত্র শিল্পী সমিতিতে গত দুই মেয়াদে দায়িত্ব পালন করছে মিশা-জায়েদ প্যানেল। দুই মেয়াদেই তারা যথাক্রমে সভাপতি ও সাধারণ সম্পাদকের দায়িত্ব সামলেছেন। এবারের নির্বাচনেও মিশা সভাপতি ও জায়েদ সাধারণ সম্পাদক পদে লড়বেন। তাদের সঙ্গে যুক্ত হলেন মৌসুমী।
শুক্রবার বিকালে এফডিসিতে শিল্পী সমিতির বর্তমান সদস্যদের উপস্থিতিতে সাধারণ সভা অনুষ্ঠিত হয়। সেখানে বিদায়ী কমিটির বার্ষিক আয়-ব্যয়সহ নানা কাজের হিসাব তুলে ধরা হয়। ওই সভায় মৌসুমী ও জায়েদ খানকে নানা বিষয়ে আলোচনা করতে দেখা যায়। পরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে জায়েদ জানান, এবার তাদের প্যানেলে চমক থাকছে। যা পরে জানানো হবে।
তবে শুধু মৌসুমী নয়, মিশা-জায়েদ প্যানেলে আরেক জনপ্রিয় চিত্রনায়িকা সিমলাও রয়েছেন। তিনি লড়বেন বলেও জানানো হয়। সিমলা কোন পদে লড়বেন তা জানানো হয়নি।
বহু বছর পর আবারও শিল্পী সমিতির নির্বাচনে প্রার্থী হচ্ছেন একসময়ের জনপ্রিয় চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন। তিনি সভাপতি পদে লড়বেন। তার প্যানেলে সাধারণ সম্পাদক পদে লড়বেন চিত্রনায়িকা নিপুণ। এছাড়া এই প্যানেলে চিত্রনায়ক সাইমন সাদিক, ইমন ওনিরবও রয়েছেন।
বিখ্যাত সিনেমা ‘বেদের মেয়ে জোছনা’র নায়ক ইলিয়াস কাঞ্চন ১৯৮৯ সালে শিল্পী সমিতির সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছিলেন। ওই বছর তার প্যানেল থেকে সভাপতি হয়েছিলেন খল অভিনেতা আহমেদ শরীফ। এবার ইলিয়াস কাঞ্চন সভাপতি পদে লড়বেন।