
জাবির মুক্তমঞ্চে গাইবেন অঞ্জন দত্ত। বাংলা গানের জনপ্রিয় সংগীতশিল্পী অঞ্জন দত্ত জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের পুনর্মিলনী অনুষ্ঠানে গান পরিবেশন করবেন । শুক্রবার রাতে বিশ্ববিদ্যালয়ের সেলিম আল দীন মুক্তমঞ্চে গান পরিবেশন করবেন তিনি।
অনুষ্ঠানের সমন্বয়ক সাহানোয়ার সাইদ বলেন, সকাল সাড়ে নয়টায় র্যালির মাধ্যমে পুনর্মিলনীর মূল আনুষ্ঠানিকতা শুরু হয়। সাড়ে দশটায় স্মৃতিচারণ ও মিউজিক্যাল শো আয়োজিত হয়। বিকেল পাঁচটায় মুক্তমঞ্চে বন্ধুদের আড্ডার আয়োজন করা হয়। এছাড়া রাতে সেলিম আল দীন মুক্তমঞ্চে গান পরিবেশন করবেন ওপার বাংলার বিখ্যাত শিল্পী অঞ্জন দত্ত।
অঞ্জন ঢাকা নিউজ হাবকে বলেন, বলেন, বাংলাদেশে আসতে পেরে আমি আনন্দিত। এদেশে লাখ লাখ দর্শক শ্রোতা রয়েছে আমার। যাদেরকে আমি ভীষণ ভালোবাসি। তাদের ভালোবাসা পেয়ে আমি ধন্য।