Exclusive 2ঢাকাসারা বাংলা

মুক্তিপণ না দেওয়ায় কলেজ ছাত্রকে পিটিয়ে হত্যা

প্রতিনিধি, নরসিংদী

মুক্তিপণ না দেওয়ায় মিঠু হোসেন (২৪) নামে ঐ কলেজ ছাত্রকে পিটিয়ে হত্যা করেছে অপহরণকারীরা। নরসিংদীর মনোহরদীতে একটি বাড়ির খড়ের পাড়ার নিচ থেকে এক কলেজছাত্রের মরদেহ উদ্ধার করে পুলিশ।

মিঠু হোসেন সিরাজগঞ্জ সদর উপজেলার রায়পুর এলাকার মৃত মোসলেম উদ্দিনের ছেলে। তিনি সিরাজগঞ্জের একটি ইসলামিয়া ডিগ্রি কলেজের বিএ প্রথমবর্ষে ছাত্র। মিঠু অনলাইনে শাড়ির ব্যবসা করতেন।

পুলিশ জানিয়েছেন, বৃহস্পতিবার সকাল ৯টার দিকে মনোহরদীর একদুয়ারিয়া ইউনিয়নের হুগলিয়া পাড়া গ্রামের রূপচাঁন মিয়ার বাড়ির খড়ের পাড়ার নিচে মিঠুর মরদেহ দেখতে পান স্থানীয় লোকজন। তারা  পুলিশকে খবর দেয়। পুলিশ মিঠুর মরদেহ উদ্ধার করে।

সংবাদমাধ্যমে প্রকাশিত সংবাদ দেখে রাতেই সিরাজগঞ্জ থেকে মিঠু হোসেনের পরিবারের সদস্যরা মনোহরদী থানায় আসেন। রাত ১২টার দিকে পুলিশের কাছে থাকা ছবি দেখে মরদেহ শনাক্ত করেন মিঠুর বড় বোন মিনু আক্তার।  অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামি করে মামলা করেন মিনু আক্তার।

তার স্বজনরা জানান, মিঠু বিভিন্ন হাট থেকে শাড়ি সংগ্রহ করে অনলাইনে বিক্রি করতো। বাবুরহাটের কাপড় বিক্রির ইচ্ছা ছিল তার। তাই গত বুধবার সকালে সিরাজগঞ্জ থেকে নরসিংদী আসেন। ঢাকায় পৌঁছার পরএক আত্মীয়ের বাড়িতে দুপুরের খাবার খান। সন্ধ্যা ৬টায় নরসিংদী পৌঁছে পরিবারের সদস্যদের ফোন করে পৌঁছানোর খবর জানান। নরসিংদীতে কার কাছে তিনি গিয়েছিলেন, তা কেউ জানেন না।  বাবুরহাটের শাড়ি সম্পর্কে ধারণা নিতে প্রথমবারের মতো নরসিংদীতে আসে। ফেসবুকে পরিচয় হওয়া দুই বন্ধুর ভরসায় নরসিংদীতে আসার পর অপহরণের শিকার হন তিনি। মুক্তিপণ না দেওয়ায় তাকে হত্যা করা হলো।

মিঠুর বড় বোন মিনু আক্তার বলেন, বুধবার রাত ৮টার দিকে মিঠু ফোন করে জানায় তাকে আটকে রেখে মারধর করছে অপহরণকারীরা। তার বিকাশ নম্বরে দ্রুত এক লাখ টাকা পাঠানোর কথা বলে। নইলে ‘অপহরণকারীরা তাকে মেরে ফেলবে’ বলে হুমকি দিচ্ছে। তখন অপহরণকারী ফোনে আমাকে জানায় এখন যদি এক লাখ টাকা পাঠান, তাহলে আপনার ভাইকে ছেড়ে দেবো। নইলে মেরে ফেলবো।

তিনি আরো বলেন, রাত ১২টার দিকে মিঠুর সঙ্গে যখন শেষ কথা হয়, তখন সে বলছিল, আপু, তোরা বোধ হয় আমাকে আর বাঁচাতে পারলি না। আমার শেষ ইচ্ছা, মায়ের সঙ্গে একটু কথা বলিয়ে দে। মায়ের সঙ্গে মিঠু কথা বলার পর থেকেই তার ফোন বন্ধ ছিল। এর পর আমরা গণমাধ্যমের মাধ্যমে তার মৃত্যুর সংবাদ পাই। পরে মনোহরদী থানায় এসে তা নিশ্চিত হই। আমি আমার ভাই হত্যার বিচার চাই।

মনোহরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আনিচুর রহমান বলেন, মিঠু হত্যার সঙ্গে জড়িতদের গ্রেফতারে কাজ করছে পুলিশ। জড়িতদের দ্রুত আইনের আওতায় আনা হবে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button