মুক্তিযুদ্ধে জয় আছে, শেষ নেই
স্বাধীন হওয়ার পরও যারা পরাধীন
আমি সেই ভাগ্যাহত নাগরিক সমারে প্রতিনিধি
প্রাচীন গ্রীসের নগর রাষ্ট্র থেকে আমাকে
বহিস্কার করা হয়েছে আড়াই হাজার বছর আগে
আমি আজও সীমান্তের দেওয়াল দিয়ে ঘেরা
বন্দী ভূ-খণ্ডের বাইরে যেতে পারিনি।
আর এজন্যই আমি আজো এতটা বিদ্রোহী-
বুকের ভিতর জ্বালিয়ে রেখেছি
অনির্বাণ দ্রোহের আগুন
জ্বালিয়ে রেখেছি অন্তহীন মুক্তিযুদ্ধের চেতনা।
মুক্তিযুদ্ধে জয় আছে, শেষ নেই।