
মুখোশধারী
আমি বর্বিত আমি মর্মিত
আমার বোন আজ নির্যাতিত।
আজ আমি স্বাধীন মিথ্যার পক্ষে।
আজ আমি পরাধীন আমি সত্যের পক্ষে।
আমি বর্বিত আমি আজ মর্মিত।
সত্য লিখতে করে আমায় কলম চূণীত।
আমি স্বাধীন শাসকের পক্ষে,
আমি পরাধীন অত্যাচারী জালিমের বিরোধে।
আমি সত্য বলিলে করে আমায় বাকরুদ্ধ।
লড়তে চাহিলে করে আমায় লোহিত!
আমি বর্বিত আমি মর্মিত,
যারা বসে উঁচু চেয়ারে
নিচু মানুষকে তারা-ই ভুলিয়া যায়।
আমি বর্বিত আমি আজ মর্মিত!
যারা কথা দেয় রাখবো রক্ষিত,
আজ দিন শেষে তারা-ই করে ক্ষত।
নির্যাতন অত্যাচারী,অন্যায়,জুলুম
সমাজ থেকে করিবো দমন!
কে করিবো দমন তার-ই মুখোশধারী বেইমান।
আমি বর্বিত আমি আজ মর্মিত।