ফেনী-২ আসনের সাবেক সাংসদ বীর মুক্তিযোদ্ধা জয়নাল আবেদীন হাজারীর দাফন সম্পন্ন হয়েছে। মঙ্গলবার বিকেল সাড়ে ৪টার দিকে ফেনী পাইলট হাইস্কুল মাঠে জানাজা শেষে তাকে শহরের মাস্টারপাড়ায় মুজিব উদ্যানে দাফন করা হয়।
এর আগে দুপুর ২টা ৩০ মিনিটের দিকে তার মরদেহবাহী অ্যাম্বুলেন্স ফেনী পৌঁছায়। এ সময় প্রিয় নেতাকে শেষবারের মতো দেখতে তার ফেনীর মাস্টারপাড়ার হাজী আবদুল গনি হাজারী বাড়ির সামনে ভিড় করেন দলের নেতাকর্মীরা। এরপর তাকে নেওয়া হয় তার বাড়ি শৈল কুঠিরের মুজিব উদ্যানে। সেখানে সর্বসাধারণ তাকে শেষবারের মতো দেখেন।
জেলা প্রশাসনের উদ্যোগে বীর মুক্তিযোদ্ধা জয়নাল হাজারীকে রাষ্ট্রীয়ভাবে গার্ড অব অনার প্রদানের পর ফেনী পাইলট মাঠে নেওয়া হয়। সেখানে বিকেল সাড়ে ৪টায় তার জানাজা হয় । জানাজা শেষে মুজিব উদ্যানে তাকে দাফন করা হয়।