মেসেজের স্ক্রিনশট নিলে জানতে পারবে অপরপক্ষও

সামাজিক যোগাযোগের অন্যতম জনপ্রিয় মাধ্যম হচ্ছে ফেসবুক। প্রতিনিয়তই নতুন নতুন ফিচার নিয়ে হাজির হচ্ছে মেটার প্ল্যাটফর্মটি। তারই ধারাবাহিকতায় ফেসবুক মেসেঞ্জারে নতুন আপডেটের পর মেসেজের স্ক্রিনশট নিলে জেনে যাবে অপরপক্ষ।
এ বিষয় নিশ্চিত করে সম্প্রতি একটি ব্লগ পোস্টের মাধ্যমে মার্ক জাকারবার্গ বলেন,’মেসেঞ্জারে এক নতুন আপডেট এসেছে। অপরপক্ষ থেকে যদি কোনো ব্যবহারকারীর চ্যাটের স্ক্রিনশট নেওয়া হয়, তাহলে ওই ব্যবহারকারীকে বিষয়টি অবগত করা হবে।’
শীঘ্রই মেসেঞ্জারে এন্ড-টু-এন্ড চ্যাটের জন্য নতুন আপডেট আসছে। তাই কেউ যদি ডিস্যাপেয়ারিং মেসেজের স্ক্রিনশট নেয়, তাহলে অপরপক্ষ একটি নোটিফিকেশন পাবে বলে জানান তিনি। এ সময় তিনি তার স্ত্রী প্রিসিলা চ্যানের সঙ্গে একটি আলাপচারিতার স্ক্রিনশটও যুক্ত করেন।
ফেসবুক মেসেঞ্জারে আরও একটি নতুন আপডেট এসেছে। তা হলো ব্যবহারকারীরা তাদের মেসেজগুলো কিছুক্ষণ পর যেন অদৃশ্য হয়ে যায়, তা নির্ধারণ করে দিতে পারবে।
উল্লেখ্য, নতুন এই আপডেটগুলো ইনস্টাগ্রামের ক্ষেত্রেও প্রযোজ্য হবে।