নারী ও শিশুসারা বাংলা

মেহেন্দিগঞ্জে আন্তর্জাতিক নারী দিবস পালিত

মেহেন্দিগঞ্জ প্রতিনিধি

ডিজিটাল প্রযুক্তি ও উদ্ভাবন, জেন্ডার বৈষম্য করবে নিরসন’ এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে মেহেন্দিগঞ্জে আন্তর্জাতিক নারী দিবস পালিত হয়েছে।

দিবসটি উপলক্ষে বুধবার ১১টায় উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের যৌথ আয়োজনে উপজেলা পরিষদ চত্বর থেকে বর্ণাঢ্য এক শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রাটি উপজেলা পরিষদ চত্বরের বিভিন্ন স্থান প্রদক্ষিণ করে আবার একই স্থানে এসে শেষ হয়। পরে উপজেলা পরিষদ হলরুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ নুরুন্নবী এর সভাপতিত্বে ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা খোঃ শরিফা আক্তারের পরিচালনায় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার ভূমি তানভীর আহমেদ, সহকারী কমিশনার শহীদুল্লাহ, এন ডি পি উপজেলার সমন্বয়কারী নাসির উদ্দীন, এন ডিপির ট্রেনার মোঃ হেমায়েত উদ্দীন, উপজেলা মহিলা বিষয়ক প্রশিক্ষণের বিভিন্ন প্রশিক্ষণার্থীরা, অনুষ্ঠানের সহযোগিতায় ব্রাক সংস্থার প্রতিনিধি মাসুম হোসাইন প্রমুখ।

সভায় বক্তারা বলেন, নারী তার মেধা ও শ্রম দিয়ে যুগে যুগে সভ্যতার সকল অগ্রগতি এবং উন্নয়নে কাজ করেছে সমঅংশীদারিত্ব। আর তাই সারা বিশ্বে বদলে গেছে নারীর প্রতি দৃষ্টিভঙ্গি। এখন নারীর কাজের মূল্যায়ন হচ্ছে, বৃদ্ধিপাচ্ছে স্বীকৃতি। বর্তমান সমাজ বাস্তবতায় ডিজিটাল প্লাটফর্ম কাজে লাগিয়ে নারীরা নিজের পায়ে দাঁড়াতে শিখছে। আত্মবিশ্বাসী হয়ে নতুন নতুন উদ্যোক্তা তৈরি হচ্ছে। আমাদের জাতীয় উন্নয়নের প্রতিটি ক্ষেত্রে নারীর অংশগ্রহণ নিশ্চিত করতে সরকার কাজ করছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button