
মেহেন্দিগঞ্জের আলীমাবাদ ইউনিয়নে গ্রামীন জন উন্নয়ন সংস্থার মাঠ কর্মী ইমরান হোসেন কতৃক শিক্ষার্থীকে ইভটিজিং এর প্রতিবাদে মানববন্ধন করেছে বিদ্যালয়ের শিক্ষার্থীরা।
বৃহস্পতিবার (০৯ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৯ টার দিকে পাতা বুনিয়া মাধ্যমিক বিদ্যালয়ের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। পাতাবুনিয়া মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থী জেরিন অব্যাহত ইভটিজিং ও নির্যাতনের শিকার হওয়ার প্রতিবাদে নিজেদের নিরাপত্তার দাবিতে এই মানববন্ধন করেছে সাধারণ শিক্ষার্থীরা। মানববন্ধনে সংশ্লিষ্ট বিদ্যালয়ের শিক্ষার্থী ও তাদের স্বজনরা অংশ নেয়।
মানববন্ধনে বক্তব্য দেন শিক্ষার্থী মিথিলা, শিক্ষক শাহাদাত খান, নাছির উদ্দীন, কলেজ প্রভাষক মোঃ মাসুম, ইউপি সদস্য সবুজ হাওলাদার, রিয়াজ হাওলাদার ও সমাজ কর্মী নুর নবী রাঢ়ী, অভিভাবক অহিদ বিশ্বাস। প্রতিনিয়ত মেয়ে শিক্ষার্থীরা বখাটেদের ইভটিজিংয়ের শিকার হচ্ছে, প্রতিবাদ করতে গিয়ে নির্যাতনের শিকার হতে হচ্ছে। এব্যাপারে পুলিশ প্রশাসনের কঠোর হস্তক্ষেপ কামনা করছেন তারা। শিক্ষার্থীরা তাদের নিরাপত্তা দাবি করে ইভটিজারের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেবার দাবি জানিয়েছে।
শিক্ষার্থীর সাথে গ্রামীণ জনউন্নয়ন সংস্থার মাঠ কর্মীর ইভটিজিং এবং উত্যক্ত করার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান স্থানীয় চেয়ারম্যান, মেম্বার, ব্যবসায়ী, শিক্ষকসহ সর্বস্তরের মানুষ।