সারা বাংলা

মেহেন্দিগঞ্জে প্রাণিসম্পদ পল্লী চিকিৎসক কল্যাণ সমিতির মিলনামেলা অনুষ্ঠিত

মেহেন্দিগঞ্জ প্রতিনিধি

বাংলাদেশ প্রাণিসম্পদ পল্লী চিকিৎসক কল্যাণ সমিতি মেহেন্দিগঞ্জ উপজেলা শাখার উদ্যোগে বার্ষিক মিলনমেলা ও পিকনিক-২০২৩ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার দুপুরে মেহেন্দিগঞ্জ পৌরসভাধীন ঈদগাহ মাঠ সংলগ্ন চরহোগলা নাসির মিয়ার বাড়ি প্রাঙ্গনে এই মিলনমেলা ও পিকনিক অনুষ্ঠিত হয়।

এরপূর্বে সকাল ১০টায় মিলনমেলায় উপস্থিত প্রাণিসম্পদ পল্লী চিকিৎসক কল্যাণ সমিতির সদস্যদের নিয়ে এক আলোচনা সভার আয়োজন করা হয়। আলোচনা সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, বাংলাদেশ প্রাণিসম্পদ পল্লী চিকিৎসক কল্যাণ সমিতি মেহেন্দিগঞ্জ উপজেলা শাখার সভাপতি আলহাজ্ব আবদুস সোবাহান, সহ-সভাপতি সাদেকুর রহমান সাদেক, সাধারণ সম্পাদক মোঃ সাদেকুর রহমান সবুজ, যুগ্ম-সাধারন সম্পাদক মোঃ নজরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মোঃ আল-আমিন, কোষাধ্যক্ষ মোঃ ফারুক হোসেন, প্রচার সম্পাদক মোঃ জাকির কবিরাজ, কার্যকরী সদস্য মোঃ নিজাম উদ্দিন সহ বাংলাদেশ প্রাণিসম্পদ পল্লী চিকিৎসক কল্যাণ সমিতি মেহেন্দিগঞ্জ উপজেলা শাখার নেতৃবৃন্দ। আলোচনা সভায় বক্তারা মেহেন্দিগঞ্জ প্রাণিসম্পদ পল্লী চিকিৎসক কল্যাণ সমিতির কার্যক্রম আরো বিস্তৃত করার উপর গুরুত্বারোপ করেন।

এছাড়াও প্রাণিসম্পদ রক্ষায় সংগঠনের ভূমিকা এবং সংগঠনকে গতিশীল করার লক্ষ্যে বিভিন্ন দিক-নির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন। পরে মিলনমেলায় উপস্থিত সদস্যদের মধ্যে লটারির মাধ্যমে বিজয়ী নির্বাচন করে পুরস্কার বিতরণ করা হয়।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button