সারা বাংলা

মেহেন্দিগঞ্জে স্কুলছাত্রীকে উত্ত্যক্ত করায় মাঠকর্মীকে মারধর, মামলা

উপজেলা প্রতিনিধি

মেহেন্দিগঞ্জ উপজেলার আলীমাবাদ ইউনিয়নের ১০ম শ্রেণীর এক শিক্ষার্থীকে উত্যক্ত (ইভটিজিং) করায় ওই এলাকার গ্রামীণ জনউন্নয়ন সংস্থার মাঠকর্মীকে মারধর করার ঘটনা ঘটেছে।
ওই ইউনিয়নের মাসকাজি গ্রামের পাতাবুনিয়া মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেণীর শিক্ষার্থীকে দীর্ঘদিন ধরে উত্যক্ত করে আসছিলো গ্রামীণ জনউন্নয়ন সংস্থার মাঠকর্মী ইমরান হোসেন।
বিষয়টি ওই ছাত্রী তার পরিবারের কাছে জানালে, এতে ক্ষিপ্ত হয়ে ইমরান গত ৩-৪ দিন পূর্বে প্রকাশ্য ওই ছাত্রী স্কুলে যাওয়ার সময় পথরোধ করে ফিল্মি স্টাইলে তাকে প্রেম নিবেদন এবং গায়ের ওড়না ধরে টানাটানি করেন, বিষয়টি দেখে স্থানীয়রা এগিয়ে আসলে ইমরান দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যান।
ইভটিজিংয়ের বিষয়টি ছাত্রীর বাবা জনউন্নয়ন সংস্থার ম্যানেজার’র কাছে নালিশ করেন। এতে সুরাহ না হওয়ায় ছাত্রীর পরিবারের লোকজন  গ্রামীণ জনউন্নয়ন সংস্থা অফিস কার্যালয়ে গিয়ে অভিযুক্ত ইমরানকে চড়-থাপ্পর দেন। এই ঘটনায় অফিসে হামলা, ভাংচুর ও লুটপাটের অভিযোগ এনে মামলা করেন গ্রামীণ জনউন্নয়ন সংস্থা অফিসের ম্যানেজার আব্দুল মোতালেব। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার  (৩১ জানুয়ারি )।
এই ঘটনায় শিক্ষার্থীর বাবা বরিশাল নারী ও শিশু নির্যাতন আদালতে মামলা দায়ের করেন। স্থানীয় শাহাবুদ্দীন মৃধাসহ আরও একাধিক ব্যবসায়ী বলেন, মাসকাজিরচর বাজারে অবস্থিত গ্রামীণ জনউন্নয়ন সংস্থার মাঠকর্মী মোঃ ইমরান হোসেন মেয়েটিকে কয়েকদিন যাবৎ উত্যক্ত করে আসছিল।
গত রোববার ২৯ জানুয়ারি সকালে  ওই ছাত্রী স্কুলে যাওয়ার সময় তাকে পথরোধ করে  কু-প্রস্তাব দেয় ইমরান, এতে রাজি না হওয়ায় তাকে টানাহেঁচড়া করেন। এ বিষয়টি শিক্ষার্থী তার পরিবারের কাছে জানালে তার বাবা বিষয়টি ওই সংস্থার ম্যানেজার আব্দুল মোতালেব এর কাছে নালিশ করেন, তাতে কোন প্রতিকার না পাওয়ায় ক্ষুব্দ হয়ে মঙ্গলবার রাতে সংস্থার অফিস কার্যালয়ে গিয়ে তর্কবিতর্কে জড়িয়ে পড়েন।  এক পর্যায়ে তা হাতাহাতিতে রুপ নেয়।
এ বিষয়ে বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মোঃ নিজাম উদ্দিন বলেন, শিক্ষার্থীর সাথে গ্রামীণ জনউন্নয়ন সংস্থার মাঠ কর্মীর ইভটিজিং এবং উত্যক্ত করার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই, আমরা এই ঘটনার বিচার দাবী করছি, একই বক্তব্য দিলেন বিদ্যালয় পরিচালনা পর্ষদ এর সভাপতি ইউপি চেয়ারম্যান শেখ শহীদুল ইসলাম।
বিদ্যালয়ের শিক্ষার্থীরা এমন আচরণের নিন্দা জানিয়ে বলেন আমরা এর বিচার দাবী করছি, এবং এই ঘটনায় তারা মানববন্ধন করারও ঘোষণা দেন।
গ্রামীণ জনউন্নয়ন সংস্থার সহকারী ম্যানেজার বলেন,  মাঠ কর্মী অপরাধ করলে তার বিচার হবে, তবে অফিসে হামলা করলো কেন?
ছাত্রীর বাবা নেকবার হোসেন জমদ্দার বলেন, ইভটিজিং এবং উত্যক্ত করার ঘটনা ধামাচপা দিতে তাদের অফিসে হামলা ও ভাংচুর লুটপাট এর নাটক সাজিয়েছে। আমি প্রশাসনের কাছে ন্যায় বিচার দাবী করছি। মেহেন্দিগঞ্জ থানার অফিসার ইনচার্জ  শফিকুল ইসলাম   বলেন, এই বিষেয় তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button