মেহেন্দিগঞ্জ হাজী কল্যাণ ফাউন্ডেশনের ৬ষ্ঠ প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে হাজীদের মহা সম্মেলন-২০২১ ও ইসলামী সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
শনিবার সকাল সাড়ে ৯টায় পাতারহাট সাব-রেজিষ্টার অফিস জামে মসজিদের ২য় তলায় আয়োজিত এই অনুষ্ঠানে সভাপতিত্ব করেণ মেহেন্দিগঞ্জ হাজী কল্যাণ ফাউন্ডেশন এর প্রতিষ্ঠাতা সভাপতি আলহাজ্ব এ.টি.এম সেকান্দার আলী।
আলহাজ্ব ডাঃ আব্দুল হাকিম চুন্নু’র সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, মেহেন্দিগঞ্জ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আলহাজ্ব খোরশেদ আলম ভুলু, মেহেন্দিগঞ্জ হাজী কল্যাণ ফাউন্ডেশন এর সদস্য সচিব আলহাজ্ব সুলতান আহম্মেদ বেপারী, উপদেষ্টা মাওলানা আব্দুল লতিফ মিয়া, পাতারহাট সাব-রেজিষ্টার অফিস জামে মসজিদের খতিব আলহাজ্ব মাওলানা মনসুর আলম, খতিব মাওলানা হাসানুল বান্না, মেহেন্দিগঞ্জ হাজী কল্যাণ ফাউন্ডেশনের যুগ্ম-সচিব আলহাজ্ব আবুল কাশেম মাতাব্বর, আলহাজ্ব আব্দুল করিম, আলহাজ্ব মাওলানা মোহাম্মদ হোসেন আজাদী, মাওলানা রিয়াজুল ইসলাম আনছারী প্রমুখ।
সম্মেলনে বক্তারা মেহেন্দিগঞ্জ হাজী কল্যাণ ফাউন্ডেশন এর মাধ্যমে সমাজে ইসলাম প্রচার ও হাজীদের কল্যাণে বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করেন। পরে সম্মেলনে আগতদের মাঝে সম্মাননা পুরস্কার ও দোয়া মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।
দোয়া মোনাজাত পরিচালনা করেণ প্রতিষ্ঠানটির সহ-সভাপতি ও পাতারহাট আব্দুল্লাহ্পুর কেন্দ্রীয় জামে মসজিদের খতিব আলহাজ্ব মাওলানা আব্দুল মতিন।