
লতা মঙ্গেশকরের মৃত্যুতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কাছে শোকবার্তা পাঠিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
শোকবার্তায় প্রধানমন্ত্রী ভারত সরকার ও দেশটির জনগণের প্রতি গভীর সমবেদনা জানান। খবর বাসস।
মোদির কাছে শোকবার্তা তে শেখ হাসিনা বলেন, লতা মঙ্গেশকর একজন সাংস্কৃতিক আইকন ও কিংবদন্তি ও সর্বকালের অন্যতম মেধাবী শিল্পী ছিলেন।
লতা তার অসাধারণ সুরেলা কণ্ঠে বাংলাসহ বিভিন্ন ভাষায় অসংখ্য গান গেয়েছেন, যা আমাদের অঞ্চল ও এর বাইরেও লাখ লাখ মানুষের হৃদয় স্পর্শ করেছে।
লতা মঙ্গেশকরের বাংলা গান এখন বাংলা সংস্কৃতির ভান্ডারের অবিচ্ছেদ্য অংশ বলে উল্লেখ করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
বাংলাদেশের মুক্তিযুদ্ধে ভূমিকার জন্য লতা মঙ্গেশকরকে গভীর শ্রদ্ধা ও কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করেন তিনি।
শেখ হাসিনা লতা মঙ্গেশকরের শোকসন্তপ্ত পরিবারের সদস্য এও তার ভক্তদের প্রতি তার গভীর সমবেদনা জানান শোকবার্তায়।
গত রোববার (৬ ফেব্রুয়ারি) সকালে মুম্বাইয়ের ব্রিচ ক্যান্ডি হাসপাতালে মারা যান লতা মঙ্গেশকর। করোনা আক্রান্ত হয়েছিলেন তিনি। এছাড়া নিউমোনিয়া ছিল তার। প্রথম থেকেই তাকে আইসিইউতে রাখা হয়েছিল। ৩০ জানুয়ারি শিল্পীর কোভিড নেগেটিভ রিপোর্ট আসে।