
বরিশাল মোদের গৌরব, মোদের সৌরব, মোদের হুংকার
মোদের ঝংকার,বরিশাল মোদের অহংকার।
মোরা সৈম্মের গান গাই, হিন্দু মোসলমান মোরা ভাই ভাই।
আছে মোদের বাংলার টাইগার, বরিশালের ই চাখার
আছে মোদের ৭১ এর সেক্টর কমান্ডার,
আব্দুল জলিল,এরা বাংলার অলংকার।
আছে শুফি সাধক আলি আওলিয়াদের চরণভূমি,
বরিশাল যেন পীর মাশায়েখ আলেম ওলামাদের খনি।
আছে বিশ্ব বরেণ্য আলেম, আছে ছারছিনার নেছার উদ্দিন
আওলিয়া, চরমোনাইর এসহাক অলিউল্লাহ।
আছে হদুয়ার পীর সাহেব, আছে চলা ভাংগার শুফি সাহেব।
আছে সাংবাদিক মানিক মিয়ার মতন,
জানা অজানা বাংলার কত যে রতন।
আছে গুঠিয়ায় এশিয়ার অন্যতম সুন্দর মসজীদ বায়তুল আমান,
হাজার হাজার দর্শক আসে,দেশ বিদেশের কত যে মেহমান।
বরিশালের যে দিকে তাকাই মোরা,
শুধু সবুজে সবুজের মেলা, আর দক্ষিনা বাতাশের খেলা।
আছে গাছে গাছে কত আমড়া,
তাকিয়ে দেখ কুড়িয়ানার বাগানে কি সুন্দর পেয়ারা
কবির ভাষায়, ধান নদী খাল,এই তিনে মোদের বরিশাল।