
নতুন দলে জায়গা পেলো মোস্তাফিজুর রহমান । দিল্লি ক্যাপিটালস হলো মোস্তাফিজের নতুন ঠিকানা। আজ আইপিএলের নিলামে তাকে ভিত্তিমূল্য ২ কোটি রুপিতেই কিনেছে দিল্লি।
পেসারদের ব্যাচে আজ সন্ধ্যায় নিলামে তোলা হয় মুস্তাফিজকে। সঙ্গে ছিলেন দীপক চাহার, লকি ফার্গুসন, জশ হেইজেলউড, প্রসিধ কৃষ্ণ, ভুবনেশ্বর কুমার, টি নটরাজন, শার্দুল ঠাকুর, মার্ক উড, উমেশ যাদব। এদের মধ্যে কেবল উমেশই কোনো দলে জায়গা পায়নি।
পেসারদের ব্যাচে মুস্তাফিজুর রহমানকে অনেকটা সহজেই পেয়ে গেছে দিল্লি। ভিত্তিমূল্য ২ কোটি রুপি ছিলো তার। সেটাই হয়ে রইলো শেষ। ২ কোটি রুপিতেই ফিজকে নিজেদের করে নেয় দিল্লি।
আসছে মৌসুমে নতুন দল দিল্লি ক্যাপিটালসে খেলবেন বাহাতি এ পেসার। এর আগের মৌসুমে রাজাস্থান রয়েলসের হয়ে খেলেছিলেন তিনি।
২০১৬ সালে প্রথম আইপিএল খেলেন তিনি। সে মৌসুমে সান রাইজার্স হায়দরাবাদ দল টেনে নেয় তাকে। প্রথম আসরেই সবার চোখে তাক লাগিয়ে দেন তিনি। ১৬ ম্যাচে ১৭ উইকেট তুলে নেন। দলের শিরোপা জয়ে এমন ভূমিকা রেখে তিনি বনে যান আসরের সেরা উদীয়মান খেলোয়াড়।
তবে এরপরের মউসুমগুলোতে তেমন আলো কেড়ে নিতে পারেননি তিনি। ২০১৮ সালে মুম্বাই ইন্ডিয়ান্স দলে খেলেছিলেন তিনি। এরপরের দুই মৌসুমে চোটের কারণে আইপিএলে ছিলেন না মোস্তাফিজুর রহমান ।
গেলো বছর আইপিএলের মাঠে রাজস্থান রয়্যালসের জার্সি পরে ফিরেন তিনি। সে মৌসুমে চিরচেনা মুখে পাওয়া জায় তাকে। ১৪ ম্যাচে তুলে নিয়েছেন ১৪ উইকেট।
আসছে মৌসুম নিয়ে আইপিএলের পাঁচ আসরে এ নিয়ে চতুর্থ দলে খেলবেন মুস্তাফিজ।