Sub Lead Newsপ্রবাস

যুক্তরাষ্ট্রে সংক্রমণের বিশ্বরেকর্ড

যুক্তরাষ্ট্র থেকে লিরা

যুক্তরাষ্ট্রে ভয়াবহভাবে ছড়িয়ে পড়ছে মহামারী করোনা ভাইরাস । গতকাল সোমবার দেশটিতে করোনা সংক্রমণের বিশ্বরেকর্ড হয়েছে। যুক্তরাষ্ট্রে ১১ লাখ ৩০ মানুষ নতুন করে প্রাণঘাতী এ ভাইরাসে আক্রান্ত হয়েছেন। এ তথ্য জানিয়েছে আরব নিউজ ।

প্রথম দেশটিতে করোনা সংক্রমণের বিশ্বরেকর্ড হয় গত বছর ৩ জানুয়ারি। এদিন যুক্তরাষ্ট্রে ১০ লাখ ৩ হাজার মানুষ করোনায় সংক্রমিত হন। এর মধ্য দিয়ে প্রথমবারের কোনো দেশে করোনায় সংক্রমণের সংখ্যা ১০ লাখ ছাড়ায়।

গত এক সপ্তাহে যুক্তরাষ্ট্রে গড়ে দৈনিক ৭ লাখ মানুষ করোনায় সংক্রমিত হয়েছেন। গত দুই সপ্তাহের মধ্যে সোমবারই সবচেয়ে বেশি করোনা রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।

মোট ১ লাখ ৩৫ হাজার করোনা রোগী হাসপাতালে ভর্তি হন। গত বছরের জানুয়ারিতে একদিনে ১ লাখ ৩২ হাজার ৫১ হাজার রোগী হাসপাতালে ভর্তি হয়েছিলেন।

 

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button