
যুক্তরাষ্ট্রে একটি বহুতল ভবনে আগুনে সাত শিশুসহ অন্তত ১৩ জনের প্রাণহানির ঘটনা ঘটেছে। এনডিটিভি এক প্রতিবেদনে জানিয়েছে, স্থানীয় সময় বুধবার যুক্তরাষ্ট্রের পূর্বাঞ্চলীয় ফিলাডেলফিয়া শহরে চারতলা ভবনে আগুন লেগে হতাহতের ঘটনাটি ঘটে।
ফিলাডেলফিয়ার দমকল বিভাগের ডেপুটি কমিশনার ক্রেইগ মারফি অগ্নিকাণ্ডের ব্যাপারে বলেছেন, উদ্ধার কাজ অব্যাহত আছে। মৃতের সংখ্যা আরও বাড়ার আশঙ্কা করেছেন তিনি।
ক্রেইগ মারফি আরো বলেন, ঘটনাস্থল থেকে দুজনকে আহত অবস্থায় উদ্ধার করা হয়েছে। তারা বর্তমানে হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।
দমকল বাহিনীর কর্মকর্তারা বলছেন, তিন দশকের বেশি সময়ের অভিজ্ঞতায় এমন ভয়াবহ অগ্নিকাণ্ড আর দেখেননি তারা।
ডেপুটি কমিশনার ক্রেইগ মারফি বলেছেন, আগুন ঠিক কিভাবে লেগেছে, তা এখনই বলা যাচ্ছে না। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।
দমকল বাহিনী জানায়, স্থানীয় সময় সকাল ৬টা ৪০ মিনিটে তারা ঘটনাস্থলে পৌঁছান। তারা দেখেন সেখানে চারতলা ভবনটির তৃতীয় তলায় আগুন জ্বলছিল। তখন প্রায় ৫০ মিনিটের প্রচেষ্টায় আগুন নেভাতে সক্ষম হন তারা।