
সিরাজগঞ্জে যুবদল নেতা আকবর আলী হত্যার ঘটনায় একদিনের কর্মসূচি পালনের ঘোষণা দিয়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। অবিলম্বে অভিযুক্তদের গ্রেফতারের দাবি জানান তিনি।
বৃহস্পতিবার (৩ ফেব্রুয়ারি) দুপুরে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিতসাংবাদিক সম্মেলনে এসব কথা বলেন রিজভী। এসময় কেন্দ্রীয় শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন।
রিজভী বলেন, আকবর আলীর হত্যার প্রতিবাদে আগামী ৫ ফেব্রুয়ারি সারাদেশে যুবদল প্রতিবাদ কর্মসূচি পালন করবে।
সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার রান্ধনীবাড়ী এলাকায় বুধবার রাতে যুবদল নেতা আকবর আলীকে গুলি করে হত্যা করে দুর্বৃত্তরা।
রিজভী বলেন, ক্ষমতাসীন সরকারের আমলে এখন পর্যন্ত প্রায় দেড় হাজার বিএনপি নেতাকর্মীসহ বিভিন্ন রাজনৈতিক দল ও শ্রেণি-পেশার মানুষ গুম হয়েছে। সব মিলিয়ে প্রায় ২০ হাজার নেতাকর্মী হত্যার শিকার হয়েছে।
সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন সাইফুল আলম নীরব, মোর্তাজুল করিব বাদরু, এস এম জাহাঙ্গীর, সুলতান সালাউদ্দিন টুকু প্রমুখ।