Top Newsআন্তর্জাতিক

হিজাব ইস্যুতে কর্ণাটক হাইকোর্ট

যেকোনো ধরনের ধর্মীয় পোশাক না পরার আদেশ

স্কুল-কলেজে শিক্ষার্থীদের হিজাব কিংবা গেরুয়া শালসহ যেকোনো ধরনের ধর্মীয় পোশাক না পরার আদেশ দিয়েছেন কর্ণাটক হাইকোর্ট।

বৃহস্পতিবার (১০ ফেব্রুয়ারি) হিজাব ইস্যুতে চূড়ান্ত রায় না হওয়া প‌র্যন্ত যেকোনো ধরনের ধর্মীয় পোশাক পরিধান থেকে বিরত থাকার এই অন্তর্বর্তী আদেশ দেন কর্ণাটক হাইকোর্ট।

যতদিন এই পুরো বিষয়টি আইনি প্রক্রিয়ার মধ্যে রয়েছে, ততদিনের জন্য স্কুল এবং কলেজ প্রাঙ্গনে হিজাব এবং জাফরান শাল উভয়ের ব্যবহার বন্ধ করে দেওয়া হয়েছে এই আদেশে।

এই ইস্যুতে আগামী সোমবার স্থানীয় সময় দুপুর ২:৩০ মিনিটে মামলার শুনানি হবে বলে জানিয়েছে কর্ণাটক আদালত।

এর আগে ক্লাসে ছাত্রীরা হিজাব পরতে পারবে কী না, তার সমাধানে কর্ণাটক হাইকোর্টে পিটিশন দাখিল করেন কর্ণাটক সরকারি কলেজের পাঁচ ছাত্রী।

এই বিষয়গুলো ব্যক্তিগত আইনের কিছু দিক বিবেচনা করে মৌলিক গুরুত্বের ক্ষেত্রে কিছু সাংবিধানিক প্রশ্ন সামনে আনে। কর্ণাটক হাইকোর্টের প্রধান বিচারপতি রিতু রাজের নেতৃত্বে বিচারকদের একটি প্যানেলের প্রতি উল্লেখ করে মামলার শুনানিকারী বিচারক একথা বলেন।

এ ব্যাপারে বিচারপতি কৃষ্ণ এস দীক্ষিত বলেন, গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো বিবেচনা করে বিতর্কিত বিষয়গুলো নিয়ে একটি বৃহত্তর বেঞ্চ গঠন করা যেতে পারে কী না সেই সিদ্ধান্ত প্রধান বিচারপতিরই নেওয়া উচিত।

এর পর ভারতের সর্বোচ্চ আদালতে এই বিষয়টি উত্থাপন করা হয়। `হিজাবে নিষেধাজ্ঞার কারণে তার মৌলিক অধিকার খর্ব হচ্ছে’ বলে কর্ণাটকের উডুপি জেলার কুন্দাপুরার সরকারি পিইউ কলেজের ছাত্রী ফতিমা বুশরা সুপ্রিম কোর্টে পিটিশন দাখিল করেন।

তবে বিষয়টি আমলে নেননি ভারতের প্রধান বিচারপতি এনভি রমনা। বিষয়টি কর্ণাটক হাইকার্টের ওপর ছেড়ে দিয়ে তিনি বলেন, এত আগে এই মামলা আমাদের শোনা উচিত নয়। আগে দেখা যাক, হাইকোর্ট অন্তর্বর্তী রায় দেয় কি না। আমরা তার আগে মামলা শুনলে হাইকোর্ট আর শুনবে না।


এই সম্পর্কীয় আরও পড়ুন…

হিজাব পরা নারীর অধিকার : প্রিয়াঙ্কা গান্ধী

কর্ণাটকে বোরকা পরিহিতা ছাত্রী মুসকান এর প্রতিবাদ


এদিকে, হিজাব বিতর্কের জেরে বেঙ্গালুরুতে দুই সপ্তাহ বিক্ষোভ সমাবেশ নিষিদ্ধ করা হয়েছে। এই নিয়ে বিতর্কে সব স্কুল-কলেজ আগামী তিন দিন বন্ধ ঘোষণা করেছেন কর্ণাটকের মুখ্যমন্ত্রী বাসাভারাজ বোম্মাই।

গত এক মাসের বেশি সময় ধরে কর্ণাটকের বিভিন্ন স্কুল কলেজে হিজাব পরে ক্লাস করার অনুমতির দাবিতে আন্দোলন করছে মুসলিম ছাত্রীরা।

অন্যদিকে হিন্দু শিক্ষার্থীরা গেরুয়া ওড়না পরে হিজাববিরোধী আন্দোলন শুরু করে।


Dhaka News Hub কে Follow করুন Google News এ

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button