মনোয়ারা অটিষ্টিক এন্ড ডিজেবল রেসিডেন্স ফাউন্ডেশনের প্রতিবন্ধী শিশু-কিশোর ও নারীদের মাঝে গ্লোবাল এইড ফাউন্ডেশনের সম্প্রতি কম্বল বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়।
রাজধানীর মিরপুর গাবতলীতে গ্লোবাল এইড ফাউন্ডেশনের প্রধান ডাক্তার ইসরাত জাহান ইলা প্রতিবন্ধীদের মাঝে কম্বল তুলে দেন। বিতরণ অনুষ্ঠান শেষে ডা. ইসরাত জাহান ইলা শুভেচ্ছা বক্তব্য রাখেন। তিনি তার বক্তব্যে মনোয়ারা অটিষ্টিক এন্ড ডিজেবল রেসিডেন্স ফাউন্ডেশনের পাশে থাকার প্রতিশ্রুতি দেন। এসময় তার সাথে আরো উপস্থিত ছিলেন ডা. জোবায়েদ হাসান, শহীদুল আলম, মওদুদ আহম্মেদ, ইফান প্রমুখ।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মনোয়ারা অটিষ্টিক এন্ড ডিজেবল ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক আবদুস সালাম। অনুষ্ঠানে বক্তব্য রাখেন সংগঠনের সভাপতি সৈয়দা আজমা সুলতানা ।