গণমাধ্যম

ঢাকাস্থ কিশোরগঞ্জ জেলা সাংবাদিক ফোরামের কমিটি গঠন

রাজেন্দ্র চন্দ্র দেব সভাপতি এরফানুল হক সাধারণ সম্পাদক

প্রতিবেদক, ঢাকা নিউজ হাব

কিশোরগঞ্জ জেলা সাংবাদিক ফোরাম, ঢাকার (কেজেএফডি) দুই বছর মেয়াদী নতুন কমিটি গঠন করা হয়েছে।

গতকাল শনিবার জাতীয় প্রেসক্লাবে আবদুস সালাম হলে কিশোরগঞ্জ জেলা সাংবাদিক ফোরামের দ্বি-বার্ষিক সম্মেলনে রাজেন্দ্র চন্দ্র দেব মন্টুকে সভাপতি ও এরফানুল হক নাহিদকে সাধারণ সম্পাদক নির্বাচিত করে ২৫ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করা হয়।

নির্বাচন পরিচালনা করেন সংগঠনের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক ও সাবেক সভাপতি ও ঢাকা সাংবাদিক ইউনিয়ন (ডিইউজে) সভাপতি কুদ্দুস আফ্রাদ। সিনিয়র সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন সীমান্ত খোকন (এনটিভি), সহ সভাপতি সাব্বির মাহমুদ (বাংলার চোখ) ইব্রাহিম খলিল খোকন (তারকালোক), শফিক বাশার (নয়া শতাব্দী), যুগ্ম সম্পাদক শফিকুল ইসলাম (জনতা) ও জাহাঙ্গীর কিরণ (মানবকন্ঠ), কোষাধ্যক্ষ জান্নাতুল ফেরদৌস পান্না, সাংগঠনিক সম্পাদক এম শাহজাহান (সকালের সংবাদ), দফতর সম্পাদক যোবায়ের আহসান জাবের (যুগান্তর), প্রচার সম্পাদক মো. জাকির হোসাইন (হাওর বার্তা), জনকল্যাণ সম্পাদক শফিকুল ইসলাম সোহাগ (বাংলাদেশ প্রতিদিন), ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক এম শাহীন আরিফিন আকাশ, তথ্যপ্রযুক্তি সম্পাদক তৃষ্ণা হোম রায় (একাত্তর টিভি), নারী বিষয়ক সম্পাদক মাশরেখা জাহান মনা (সময় টিভি)।

এছাড়া কার্যনির্বাহী সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন কে এম শহীদুল ইসলাম (নয়া শতাব্দী), জিয়াউর রহমান (অর্থ সূচক), শফিউল আলম দোলন (বাংলাদেশ প্রতিদিন), ফখরুল ইসলাম হারুন (প্রথম আলো), মনজুর আলম আঙ্গুর (বাংলাদেশের আলো), নাজমুল হক তৌফিক (সিটিজেন টাইমস), গোলাম রসুল (বিজনেস পোস্ট), এনায়েতুল্লাহ (আমার সংবাদ), লিমন আহমেদ (জাগো নিউজ) এবং পদাধিকারী সদস্য আজিজুল হক এরশাদ ও হামিদ মোহাম্মদ জসিম।

উপদেষ্টা পরিষদে রয়েছেন প্রবীণ সাংবাদিক মৃণাল কৃষ্ণ রায়, ড. আর এম দেবনাথ, মনোজ কান্তি রায়, কুদ্দুস আফ্রাদ, এম এ হামিদুজ্জামান, আলী আজগর স্বপন, মোহসিন আল আব্বাস, সঞ্জীব বসাক, ফারুক মাহমুদ, শাহীন রাজা, শওকত আলী, বায়েজিদ মিল্কী, সাকিলা জেসমিন, জাহাঙ্গীর আলম।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button