Top Newsস্বাস্থ্য

২৪ ঘণ্টায়

রামেকে চার জনের মৃত্যু

প্রতিনিধি, রাজশাহী

রামেকে চার জনের মৃত্যু হয়েছে। মঙ্গলবার সকাল ৯টা থেকে আজ বুধবার সকাল ৯টার মধ্যে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের করোনা ইউনিটে তাদের মৃত্যু হয়।

হাসপাতালের পরিচালক বিগ্রেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী এই তথ্য নিশ্চিতকরেন। তিনি বলেন, গত ২৪ ঘণ্টায় রামেকে চার জনের মৃত্যু হয়। করোনা সংক্রমণ নিয়ে হাসপাতালে দুজন মারা গেছেন। এই দুজনই রাজশাহী জেলার বাসিন্দা। এছাড়া করোনা নেগেটিভ সত্ত্বেও অন্যান্য শারীরিক জটিলতায় আরো দুজন মারা গেছেন। এদের একজন রাজশাহীর, আরেকজন পাবনার বাসিন্দা।

গত এক দিনে হাসপাতালের ১৬ নং ওয়ার্ডে ২ জন, আইসিইউতে একজন করে রোগী মারা গেছেন। মারা যাওয়া চারজনই পুরুষ। এদের মধ্যে দুজন ষাটোর্ধ্ব।

১৪৬ শয্যার রামেক করোনা ইউনিটে বুধবার সকাল ৯টা পর্যন্ত ভর্তি রয়েছেন ৬০ জন। গতকাল এই সংখ্যা ছিল ৬৩ জন। করোনা নিয়ে ভর্তি রয়েছেন ৪৫ জন। করোনার উপসর্গ নিয়ে ভর্তি রয়েছেন ১৪ জন। গত ২৪ ঘণ্টায় ভর্তি হয়েছেন ৪ জন। সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন ১১ জন।

বর্তমানে রাজশাহীর ৩৩ জন, চাঁপাইনবাবগঞ্জের চার জন, নওগাঁর ৯ জন, নাটোরের সাত জন, পাবনার দুই জন, কুষ্টিয়ার দুই জন, চুয়াডাঙ্গার একজন, সিরাজগঞ্জের একজন ও ঝিনাইদহ থেকে একজন হাসপাতালে ভর্তি।

 

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button