রাজনীতি

রাশিয়ার আগ্রাসন দুনিয়ার সবাইকে ভোগাবে : আমীর খসরু

প্রতিবেদক, ঢাকা নিউজ হাব

আমীর খসরু বলেন, রাশিয়ার আগ্রাসন দুনিয়ার সবাইকে ভোগাবে। জার্মানির মিউনিখ সিকিউরিটি কনফারেন্সে গত১৯ ফেব্রুয়ারি বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেনের বক্তব্যের সমালোচনা করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী।

তিনি মনে করেন, পররাষ্ট্রমন্ত্রীর বক্তব্য সরকারের অন্যান্যের বক্তব্যের স্ববিরোধী । আন্তর্জাতিক একটি মঞ্চে তিনি দেশের সম্মানহানি করেছেন। পাশাপাশি ইউক্রেনে রাশিয়ার আগ্রাসনের কারণে সারা দুনিয়ার সবাইকেই কমবেশি ভোগাবে বলে মন্তব্য করেছেন আমীর খসরু।

২৪ ফেব্রুয়ারি সন্ধ্যায় বনানীতে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব মত প্রকাশ করেন। গত শনিবার জার্মানির মিউনিখ সিকিউরিটি কনফারেন্সের বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেনের ‘চীন যেভাবে আর্থিক সহায়তা দেয়, যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন কোয়াড জোটগুলো তেমনটা দিতে পারবে কিনা’ এমন বক্তব্যের পরিপ্রেক্ষিতে কথা বলেন আমীর খসরু।

বিএনপির স্থায়ী কমিটির এ সদস্য বলেন, ‘অডিয়েন্স থেকে আমাদের পররাষ্ট্রমন্ত্রী যে কথাগুলো বললেন পাবলিকলি, এতে কয়েকটি বিষয় লক্ষ্যণীয়। পলিসি ইস্যুতে জিওপলিটিক্স, জিও ইকোনমিক যে বিষয়গুলো আছে, এগুলো নিয়ে বিদেশি দায়িত্বশীলদের সঙ্গে অবশ্যই আলোচনা হতে পারে।

আমীর খসরু আরও বলেন, ‘তারা যে টোনে প্রতিক্রিয়া জানিয়েছে, যেভাবে তা ঘটেছে, যে পথে প্রতিক্রিয়া এসেছে তাতে আমি মনে করি না, এটা দেশের জন্য মঙ্গলজনক বা সম্মানজনক হয়েছে।

‘সরকার একদিকে বলছে, তারা উন্নয়ন করছেন। প্রধানমন্ত্রী বলেন, পরিকল্পনা মন্ত্রী বলেন টাকা রাখার জায়গা নাই। টাকা রাখার জায়গা না থাকলে সেখানে পররাষ্ট্রমন্ত্রী বলছেন, আমাদের টাকাও নাই, প্রযুক্তিও নাই।

পররাষ্ট্রমন্ত্রীর সমালোচনা করেন খসরু। তিনি বলেন, এটা তো কোনো ডিপ্লোমেসিতে পড়ে বলে আমার জানা নেই। তিনি বাংলাদেশের প্রধান ডিপ্লোম্যাট। আমি মনে করি, তিনি পুরোপুরি আন-ডিপ্লোম্যাট একটি কাজ করেছেন জার্মানিতে। আমি মনে করি না, এতে বাংলাদেশের সম্মান বাড়েনি, বরং কমেছে। একইসঙ্গে প্রধানমন্ত্রী, পরিকল্পনা মন্ত্রীর বক্তব্যের সঙ্গে পররাষ্ট্রমন্ত্রীর বক্তব্য স্ববিরোধী।

ইউক্রেন ইস্যুতে আমীর খসরু বলেন, রাশিয়ার আগ্রাসন দুনিয়ার সবাইকে ভোগাবে। এটা সারা পৃথিবীর জন্য খারাপ খবর। করোনা ভাইরাসের সংক্রমণের পর সারা পৃথিবীতে যে সময়টিতে রিকভারি করার সুযোগ এসেছে, তখন এই খবর অবশ্যই ক্ষতির কারণ।

এটা কাউকে কাউকে বেশি হার্ট করবে’ উল্লেখ করে আমীর খসরু বলেন, ‘প্রত্যেক দেশই সাফার করবে। জিওপলিটিক্যাল টেনশন বাড়বে। অর্থনৈতিক সমস্যা দেখা দেবে। বিশেষত, সাপ্লাই চেন আবার ক্ষতিগ্রস্ত হবে। তেল, এনার্জি প্রাইস প্রভাবিত করবে। সবকিছুতেই এটা খারাপ প্রভাব ফেলবে।’

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button