
রিয়াল মাদ্রিদের অনুরোধ ফিরিয়ে দিয়েছে ব্রাজিল। চলছে আফ্রিকান নেশনস কাপ। এর মধ্যে মাঠে গড়াবে দক্ষিণ আমেরিকা অঞ্চলের বিশ্বকাপ বাছাইপর্ব। কাল শুরু হবে এবারের দুই রাউন্ডের ম্যাচ। এজন্য সে অঞ্চলের ফুটবলারদের ছেড়ে দিতে হয়েছে ইউরোপের ক্লাবগুলোকে। দক্ষিণ আমেরিকা অঞ্চল থেকে আগেই বিশ্বকাপে জায়গা পাকা করে ফেলেছে ব্রাজিল। তাই তাদের কাছে রিয়াল মাদ্রিদ প্রস্তাব রেখেছিল, মাদ্রিদের ৪ ব্রাজিলিয়ানকে যেন আগেভাগে ছেড়ে দেওয়া হয়। সে প্রস্তাবে সম্মতি নেই ব্রাজিলের।
বিশ্বকাপ বাছাইপর্বে এ দফায় ইকুয়েডর ও প্যারাগুয়ের বিপক্ষে খেলবে এরই মধ্যে কাতার বিশ্বকাপে জায়গা নিশ্চিত করে ফেলা ব্রাজিল। যেখানে বৃহস্পতিবার বাংলাদেশ সময় রাত ৩টায় ইকুয়েডরের মাটিতে নামবে ব্রাজিল। এরপর ২ ফেব্রুয়ারি ব্রাজিলের প্রতিপক্ষ প্যারাগুয়ে। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় সকাল ৬টা ৩০টায়। এ ম্যাচটি তিতের দল খেলবে নিজেদের মাঠে।
ফিফার নিয়ম অনুযায়ী বাধ্যতামূলক বিশ্রামের কারণে ম্যাচটি খেলতে পারবেন না এই চার ব্রাজিলিয়ান। এজন্যই রিয়াল মাদ্রিদের পক্ষ থেকে ব্রাজিলের কাছে অনুরোধ করা হয়েছিল, তাদের চার ব্রাজিলিয়ানকে যাতে জাতীয় দলে দ্বিতীয় ম্যাচে না খেলিয়ে আগেভাগে ছেড়ে দেওয়া হয়। ব্রাজিল সে প্রস্তাবে সরাসরি ‘না’ বলে দিয়েছে।