
রূপবতী
তোমার রূপের কাছে হার মানে বসন্তের স্বর্গীয় ফুল
ফাগুনের বাতাস ও তোমার মিষ্টিমাখা।
মায়াবী রূপের গল্প করে যাই।
শিশিরকণা ও অভিযোগ করে যায়,
তোমার রূপে সে
সৌন্দর্য ছড়াতে ব্যর্থ বলে।
আমার কাছে কবি জীবননন্দন দাস এর
বনলতা সেন কে হার মানায়
তোমার ঐ চাঁদের মত মিষ্টি মায়াবী মুখ।
চাঁদনী রাতও আমায়
চুপিচুপি বলে যায় রূপের রাণীর রূপকথার গল্প।
মায়াবিনী মায়াবতী
মুখটা তোমার রূপবতী তরু কন্যা,
জোনাকি পোকার
মিটিমিটি মিষ্টি আলো নিমিষে শেষ তোমার রূপে।
কৃষকের সোনালী ধানক্ষেতে
তোমার রূপে সৌন্দর্য হারায়।
তোমার রূপে সৌন্দর্য সূর্যমুখী ফুল লজ্জায়
ঘোমটা দেয়।
গোধুলি সূর্য লুকায় তোমার রূপে,
তোমার রূপের গুনে নীল আকাশ
অঝোরে কাদে।