Top Newsজাতীয়

র‌্যাবের প্রতি অবিচার হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী

প্রতিবেদক, ঢাকা নিউজ হাব

স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন, র‌্যাবের প্রতি অবিচার হচ্ছে। তারা ভালো কাজ করলেও সেটা সামনে আসছে না।

বৃহস্পতিবার (২০ জানুয়ারি) রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে জেলা প্রশাসক (ডিসি) সম্মেলনের তৃতীয় ও শেষ দিনের অষ্টম অধিবেশন শেষে জাতিসংঘের শান্তিরক্ষা মিশন থেকে র‌্যাবকে বাদ দেওয়ার বিষয়ে মন্ত্রী সাংবাদিকদের এ কথা বলেন।

মানবাধিকার সংগঠনগুলোর জাতিসংঘে চিঠি দেওয়ার বিষয়ে জানতে চাইলে স্বরাষ্ট্রমন্ত্রী সাংবাদিকদের বলেন, যদি পেছনের দিকে তাকান তবে বুঝতে পারবেন র‌্যাব কখন তৈরি হয়েছিল। যারা র‌্যাব তৈরি করেছিল, এখন তারাই র‌্যাবকে অপছন্দ করছে। নানা ধরনের অপপ্রচার করছে। এটা ভাবতে অবাক লাগে।

র‌্যাবের ভালো কাজ তারা তুলে ধরছেন না। র‌্যাব যে মাদকের বিরুদ্ধে, ভেজালদ্রব্য নিয়ন্ত্রণের জন্য কাজ করছে, দস্যু মুক্ত করলো, চরমপন্থীদের বিরুদ্ধে অ্যাকশনে যাচ্ছে, সবসময় জঙ্গি ও সন্ত্রাস দমনের জন্য কাজ করছে- সেই কথাগুলো তারা কখনও তুলে ধরেন না।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button