
বর্ণাঢ্য আয়োজনে শরণখোলায় জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৪ তম জন্ম জয়ন্তী পালিত হয়েছে।
দিবসটি পালনে বৃহস্পতিবার শরণখোলা সরকারি ডিগ্রী কলেজ ক্যাম্পাসে ডাঃ মোজাম্মেল হোসেন অডিটোরিয়ামে আলোচনা সভা ও বিষয় ভিত্তিক বিভিন্ন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
অধ্যাপক শহীদুল ইসলাম শরীফ এর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় কবির জীবনের বিভিন্ন দিক তুলে ধরে বক্তৃতা করেন, অর্থনীতি বিভাগের সহকারী অধ্যাপক ফাউজিয়া হোসেন, বাংলা বিভাগের প্রভাষক নজরুল ইসলাম, ইতিহাস বিভাগের প্রভাষক মরিয়ম আকতার।
বক্তারা বলেন, কাজী নজরুল সারা বিশ্বের বিস্ময়। তিনি ছিলেন, সাম্যের কবি ও মানবতার কবি। শিক্ষার্থীদের মধ্যে সংগীত,গজল, কবিতা আবৃত্তি, রচনা লিখন ও নৃত্য প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। পরে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।