সারা বাংলা

শরণখোলায় দিনমজুরের স্বপ্ন আগুনে পুড়ে ছাই

আসাদুজ্জামান মিলন, শরণখোলা

শরণখোলায় দিনমজুরের স্বপ্ন আগুনে পুড়ে ছাই হয়ে গেছে। আগুনে দিন মজুর ফুলমিয়া হাওলাদারের বড় একটি বসত ঘর, ঘরের মালামাল ও নগদ টাকাসহ প্রায় ১০ লাখ টাকার ক্ষতি হয়েছে।

ঘটনাটি ঘটেছে সোমবার রাতে উপজেলার খোন্তাকাটা ইউনিয়নের মধ্য নলবুনিয়া গ্রামে। শরণখোলা ফায়ার সার্ভিস ষ্টেশনের কর্মীরা প্রায় একঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণ করেছে।

গৃহকর্তা ও আমড়াগাছিয়া বাজারের কাচামাল বিক্রেতা ফুলমিয়া হাওলাদার জানান, এশার নামাজের পরপরই তার বসত ঘরে আগুন জ্বলে ওঠে। তাদের ডাক চিৎকারে প্রতিবেশীরা ও পরে শরণখোলা ফায়ার সার্ভিস ষ্টেশনের কর্মীরা এগিয়ে এলেও তার আগেই ঘরটি সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে যায়।

তার স্ত্রী মর্জিনা বেগম অভিযোগ করেন, তার মেয়ে জামাই মিরাজ শত্রুতাবশত তাদের ঘরে আগুন দিয়েছে।

শরণখোলায় দিনমজুরের স্বপ্ন আগুনে পুড়ে ছাই

শরণখোলা ফায়ার সার্ভিস ষ্টেশনের কর্মকর্তা শেখ ফিরোজ আলী বলেন, আগুনে ঘরটি সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গেছে। তবে কিভাবে আগুন লেগেছে তা বলা দুস্কর।

সংশ্লিষ্ট ওয়ার্ডের ইউপি সদস্য আলমগীর তালুকদার বলেন, এই গ্রামের বাসিন্দা ও আমরাগাছিয়া বাজারের কাঁচামাল বিক্রেতা ফুলমিয়া হাওলাদার একজন সহজ সরল মানুষ। এ গ্রামে তার তেমন কোন শত্রু নাই। তবে তার জামাইয়ের সাথে ভুলবোঝাবুঝি নিয়ে একাধিক শালিস বৈঠক হয়েছে বলে জানান তিনি।

ঘটনার পর পরই শরণখোলা থানার পুলিশ ও সংশ্লিষ্ট ইউনিয়নের চেয়ারম্যান জাকির হোসেন খান মহিউদ্দিন ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button