সারা বাংলা

শরণখোলায় দুই গ্রুপের সংঘর্ষে নারীসহ আহত ১১

প্রতিনিধি, শরণখোলা

নদীতে মাছ ধরাকে কেন্দ্র করে শরণখোলায় দুই গ্রুপের সংঘর্ষে চার নারীসহ উভয় পক্ষের ১১ জন আহত হয়েছে। মঙ্গলবার দুপুরে এ ঘটনাটি ঘটেছে শরণখোলা উপজেলার উত্তর সাউথখালী গ্রামে ।

আহতরা হলেন রহিমা বেগম (৪০), শাহ আলম গাজী (৫০), রাসেল গাজী (২৫), ছগির মোল্লা (৩০), কবির মোল্লা (৩৫), শাহনাজ বেগম (৩০) এবং প্রতিপক্ষের নূরুল ইসলাম জমাদ্দার (৬০), কালু জমাদ্দার (৩০), নান্না হাওলাদার (৪০), সালমা বেগম (৩৫) ও সুমাইয়া আক্তার (২০)। এরা সবাই শরণখোলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।

শরণখোলায় দুই গ্রুপের সংঘর্ষে নারীসহ আহত ১১

স্থানীয় জেলেরা জানায়, আগের দিন সোমবার বিকেলে বলেশ্বর নদীতে মাছ ধরার জন্য জাল পাতা নিয়ে জেলে শাহ আলম গাজী ও নূরুল ইসলাম জমাদ্দারের মধ্যে কথা কাটাকাটি হয়। একই স্থানে জাল পাতার কারণে স্রোতের  টানে একজনের জাল আরেক জনের জালের সঙ্গে জড়িয়ে পড়ে। এসময় শাহ আলমের জাল কেটে নূরুল ইসলাম তার জাল সরিয়ে নেন। এনিয়ে ওই দিন বিকেলে তাদের মধ্যে কথা কাটাকাটি হয়। সেই জাল কাটার সূত্র ধরে আবার দুই পক্ষের মধ্যে ঝগড়ার এক পর্যায়ে সংঘর্ষ হয়।

উত্তর সাউথখালী ওয়ার্ডে ইউপি সদস্য মো. জাকির হোসেন হাওলাদার জানান, বলেশ্বর নদীতে জাল পাতা নিয়ে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের ১১ জন নারী-পুরুষ আহত হয়েছে ।

শরণখোলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. একরাম হোসেন জানান, খবর পেয়ে হাসপাতালে পুলিশ পাঠিয়ে খোঁজ নেওয়া হয়েছে। কোনো পক্ষই থানায় লিখিত অভিযোগ করেনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button