
৭০ দশকের খ্যাতিমান কবি মাশুক চৌধুরী। চলে গেছেন আমাদের ছেড়ে। রেখে গেছেন অসংখ্য কবিতা। সেসব কবিতা থেকে তুলে ধরলাম শহীদ মিনারের চূড়া কবিতাটি।
প্রতিদিন শহীদ হয় মানুষ
শহীদের বুক থেকে শিশিরের মতো
ঝরে পরে রক্তে মতো লাল প্রেম
সেই প্রেমে উর্বর হয় মাটি
সেই প্রেমে শহীদ মিনারের উচ্চতা প্রতিদিন বাড়ে।
মাতৃভাষার জন্য যে ছেলেটি প্রথম শহীদ হয়েছে
সে আমার ভাই,
স্বাধীনতার জন্য কৃষকের যে ছেলেটি
আত্মোৎস্বর্গ করেছে
সে আমার সহযোদ্ধা।
আকাশের উপর আকাশ
তার উপরেও আকাশ
তার উপর কি?
আমি জানি না।
একজন শহীদের উচ্চতা কত?
একজন মানুষ শহীদ হয়
আর সাথে সাথে শহীদ মিনারের উচ্চতা
আমার সমান বেড়ে যায়।
ত্রিশ লাখ শহীদের সমান উচুঁ
শহীদ মিনার এখন আকাশ ছাড়িয়ে গেছে।
ত্রিশ লাখ শহীদের উচ্চতা কত?
আমি জানি না।
আমি এখন শহীদ মিনারের চূড়া দেখতে পাই না।