
শামীম ওসমান বিকেল সাড়ে তিনটায় ভোট দিতে আসেন। শেষ সময়ে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ১৩ নম্বর ওয়ার্ডের আদর্শ স্কুল কেন্দ্রে ভোট দিয়েছেন তিনি ।
শামীম ওসমান বলেন, আজ প্রথম ইভিএমে ভোট দিলাম। এটা এক নতুন অভিঙ্গতা।
নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে এবার কোনো রকম কার্যক্রমে অংশগ্রহণ না করেও শুরু থেকেই আলোচনায় ছিলেন শামীম ওসমান। বারবারই তার নাম আলোচনায় আসে। প্রধান দুই প্রতিদ্বন্দ্বী প্রার্থী ডা. সেলিনা হায়াৎ আইভী ও অ্যাডভোকেট তৈমূর আলম খন্দকারকে ঘিরে বারবার শামীম ওসমানের প্রসঙ্গ ওঠে।
সেই সঙ্গে শামীম ওসমান কাকে সমর্থন দিচ্ছেন তা নিয়ে সব মহলেই আলোচনা ছিল তুঙ্গে। সবশেষ গত ১০ জানুয়ারি সংবাদ সম্মেলনে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের নির্বাচন নিয়ে তার অবস্থান পরিষ্কার করেন। পাশাপাশি দলীয় নৌকা প্রতীকের পক্ষে মাঠে নামবেন বলে ঘোষণা দেন।